দীপু হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেফতার

৮ জানুয়ারি : বাংলাদেশে দীপু দাসকে পিটিয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশ। ধৃতের নাম ইয়াসিন আরাফাত। সে প্রাক্তন শিক্ষক। পুলিশের দাবি, ইয়াসিন এই হামলার পরিকল্পনা ও বাস্তবায়নে প্রধান ভূমিকা পালন করেছে। গত ১৮ ডিসেম্বর ময়মনসিংহ জেলায় পোশাক কারখানার কর্মী ২৭ বছর বয়সী দীপু দাসকে তার কারখানার সুপারভাইজাররা পদত্যাগে বাধ্য করে, কর্মস্থল থেকে বের করে দেয় এবং ইসলামপন্থীদের এক ক্ষুব্ধ জনতা তাকে পিটিয়ে হত্যা করে, তার মৃতদেহ গাছে ঝুলিয়ে আগুন ধরিয়ে দেয়।

জানা গিয়েছে, তাঁর সহকর্মীরাও এই হত্যাকাণ্ডে জড়িত ছিল। পুলিশ জানিয়েছে, দীপুর মৃত্যুর পরে আরাফাত এলাকা ছেড়ে পালিয়ে আত্মগোপন করেছিল।

পুলিশ জানিয়েছে, আরাফাত এই হামলার মূল পরিকল্পনাকারী ছিল এবং অন্যদের জড়ো করে দীপুকে পিটিয়ে মেরে ফেলতে উস্কানি দিয়েছিল। স্থানীয় সম্প্রদায়ের মধ্যে তার প্রভাবেই দ্রুত লোক জড়ো হয়ে যায়। যা পরিস্থিতিকে একটি মারাত্মক হামলায় পরিণত করে। পুলিশ আরও জানিয়েছে যে, আরাফাত শুধু জনতাকে উস্কানিই দেয়নি, বরং ব্যক্তিগতভাবে দীপুকে টেনে একটি চৌরাস্তায় নিয়ে যায়, যেখানে দীপুর দেহ গাছে ঝুলিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। আরাফাত একটি মসজিদে শিক্ষকতা করতো বলে জানা গিয়েছে। তার শিক্ষকতার পদটি এখন তদন্তাধীন রয়েছে, কারণ কর্তৃপক্ষ খতিয়ে দেখছে যে তার প্রভাব হামলার তাৎক্ষণিক ঘটনার বাইরেও বিস্তৃত ছিল কি না।

আরাফাতের গ্রেফতারির মাধ্যমে এই মামলায় মোট ধৃতের সংখ্যা ২১-এ পৌঁছেছে। কর্তৃপক্ষ এই ঘটনায় জড়িত থাকতে পারে এমন অতিরিক্ত সন্দেহভাজনদের শনাক্ত করার জন্য তদন্ত চালিয়ে যাচ্ছে। দীপু দাসের পিটিয়ে হত্যার কয়েক দিনের মধ্যে বাংলাদেশে আরও পাঁচজন হিন্দু পুরুষ নিহত হয়েছেন। রাজবাড়ী জেলায় একদল গ্রামবাসী অমৃত মণ্ডল নামে একজনকে পিটিয়ে হত্যা করে করা হয় এবং ময়মনসিংহে ব্রজেন্দ্র বিশ্বাসকে গুলি করে হত্যা করা হয়। শরিয়তপুরে নববর্ষের প্রাক্কালে এক হিন্দু ব্যবসায়ী খোকন চন্দ্র দাসকে একদল জনতা ছুরিকাঘাত করে এবং আগুন ধরিয়ে দেয়। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সোমবার যশোর জেলায় অজ্ঞাত হামলাকারীদের গুলিতে সংবাদপত্র সম্পাদক ও ব্যবসায়ী রানা প্রতাপ নিহত হন। নওগাঁ জেলায় ২৫ বছর বয়সী এক হিন্দু যুবক চুরির সন্দেহে স্থানীয়দের একটি দলের ধাওয়া থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ দিলে ডুবে মারা যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *