মহাত্মা গান্ধীর মৃত্যু দিবস পালন শান্তি প্রতিষ্ঠানের, পুরস্কার বিতরণ

মহাত্মা গান্ধীর মৃত্যু দিবস পালন শান্তি প্রতিষ্ঠানের, পুরস্কার বিতরণ

বরাক তরঙ্গ, ৩১ জানুয়ারি : জাতিরজনক মহাত্মা গান্ধীর মৃত্যু দিবস পালন করল শিলচর গান্ধী শান্তি প্রতিষ্ঠান। বৃহস্পতিবার সকাল আটটায় ফাটকবাজারস্থিত গান্ধী মূর্তিতে মাল্যদান এবং পুষ্পাঞ্জলি প্রদান করা হয়। শিলচর গান্ধী শান্তি প্রতিষ্ঠানের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক অশোক কুমার দেব, উপদেষ্টা উপালী পুরকায়স্থ এবং প্রবীরকুমার রায় চৌধুরী, পুরসভা থেকে উপস্থিত ছিলেন সুশান্ত পাল চৌধুরী, প্রবীর চৌধুরী, পিপন দাস অবিনাশ দাস, মণীন্দ্র দাস সহ স্থানীয় ব্যবসায়ী অনেকেই।

মহাত্মা গান্ধীর মৃত্যু দিবস পালন শান্তি প্রতিষ্ঠানের, পুরস্কার বিতরণ

বক্তব্য রাখেন প্রবীরকুমার রায় চৌধুরী। বক্তব্য রাখতে গিয়ে বলেন, ১৯২১ সনের ২৮ আগস্ট মহাত্মা গান্ধী শিলচরে এসেছিলেন তখন ফাটক বাজারে যে স্থান থেকে বক্তব্য রেখে ছিলেন ঠিক ঐ স্থানে শিলচরের গান্ধী স্বাধীনতা সংগ্রামী শচীন্দ্রমোহন দত্তের অনুপ্রেরণায় গান্ধী মেলা কমিটির অনুদানে এই গান্ধী মূর্তি প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ফাটকবাজার ব্যবসায়ী সমিতির রক্ষনাবেক্ষণ করে চলেছে। সকাল নয়টায় গান্ধী বাগে গান্ধী মূর্তিতে পুষ্পাঞ্জলি অর্পণ করা হয় তৎসঙ্গে দুমিনিট নিরবতা পালন করা হয়।তারপর গান্ধী শান্তি প্রতিষ্ঠানের প্রেক্ষাগৃহে পুষ্পাঞ্জলি অর্পণ এবং প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের সূচনা করা হয়।

সর্বোধর্ম প্রার্থনা সভায় গীতা কোরান বাইবেল এবং ত্রিপিটক থেকে পাঠকরা হয় , রামধুন ও ভজন পরিবেশন করা হয়। এতে অংশ গ্রহণ করেন সঙ্গীত শিল্পী কল্যাণী দাম, বাপী রায়, চন্দনা দে, নীলিমা ভট্টাচার্য, সুকল্পা দত্ত, অনিতা বসু এবং বাহার আহমেদ চৌধুরী। অনুষ্ঠানে পৌরহিত্য করেন শান্তনুকুমার দাস। বক্তব্য রাখেন গান্ধী শান্তি প্রতিষ্ঠানের উপদেষ্টা নীহাররঞ্জন পাল প্রাক্তন শিক্ষক সিমান্ত ভট্টাচার্য সাধারণ সম্পাদক অশোককুমার দেব এবং সভাপতি শান্তনু কুমার দাস। অনুষ্ঠানে স্বাধীনতা সংগ্রামী শচীন্দ্রমোহন দত্ত ও স্বাধীনতা সংগ্রামী সরোজকুমার দাস মেমোরিয়াল বার্ষিক মেধা পরীক্ষায় উত্তীর্ণ চৌষট্টি জন ছাত্রছাত্রীদের পুরস্কার এবং সার্টিফিকেট প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গান্ধী শান্তি প্রতিষ্ঠানের উপদেষ্টা উপালী পুরকায়স্থ সহ অমিত নাগ, নয়ন দেব, সানন্দা চৌধুরী, সুগত পাল এবং ছাত্রছাত্রী ও অভিভাবক বৃন্দ।

Author

Spread the News