এই প্রথম অধিবেশনে কোনও বিদেশি শক্তি উস্কানি দেয়নি : মোদি

৩১ জানুয়ারি : সংসদে অধিবেশন শুরুর ঠিক আগেই বিরোধীদের কড়া নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিতর্ক উস্কে মোদি বলেন, “২০১৪ থেকে শুরু করে এই অধিবেশন সম্ভবত প্রথম অধিবেশন, যখন কোনও বিদেশি শক্তি উস্কানি দেয়নি। প্রতি অধিবেশনের আগে এই শয়তানি হয়। তাদের হাওয়া দেওয়ার লোকের তো অভাব নেই। এই প্রথম দেখলাম বিদেশি উস্কানি এল না বিশ্বের কোনও কোণ থেকে। আমাদের দেশের অনেকেই বিদেশি শক্তির উস্কানি পেয়ে আগুন জ্বালাতে ছাড়েন না।”

বাজেট অধিবেশনের আগে এবার অভিনব দৃশ্যের সাক্ষী থাকল দেশ। অধিবেশন শুরুর আগে সংসদ চত্বরে দাঁড়িয়েই মহালক্ষ্মীর মন্ত্র স্তব করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বলেন, “যে কোনও ধরনের বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে আমরা মা লক্ষ্মীকে স্মরণ করি। আজও আমি সেটাই করতে চাই। মা লক্ষ্মী গরিব এবং মধ্যবিত্তদের উপর সদয় হন, এটাই প্রার্থনা।” এরপরই মহালক্ষ্মীর মন্ত্র স্তব করেন প্রধানমন্ত্রী।

বিকশিত ভারতের প্রসঙ্গে উত্থাপন করে প্রধানমন্ত্রী বলেন, “গণতন্ত্রের ৭৫ বছর পূরণ হয়েছে। এটা দেশের মানুষের কাছে গর্বের। বিশ্বের কাছেও ভারত নিজের বিশেষ স্থান তৈরি করে। দেশের জনতা আমায় তৃতীয়বার এই দায়িত্ব দিয়েছে। তৃতীয় দফার সরকারের এটা প্রথম বাজেট। আমি বিশ্বাসের সঙ্গে বলতে পারি, ২০৪৭ সালে স্বাধীনতার শতবর্ষে বিকশিত ভারতের সংকল্প পূরণ হবে। এই বাজেট এক নতুন বিশ্বাস তৈরি করবে, নতুন অনুপ্রেরণা দেবে যে দেশ স্বাধীনতার শতবর্ষে সফল ও প্রতিষ্ঠিত হবে। ১৪০ কোটি মানুষই এই স্বপ্ন পূরণ করবে।”
খবর : আজকাল ডট ইন।

এই প্রথম অধিবেশনে কোনও বিদেশি শক্তি উস্কানি দেয়নি : মোদি
এই প্রথম অধিবেশনে কোনও বিদেশি শক্তি উস্কানি দেয়নি : মোদি

Author

Spread the News