মহর্ষি মহেশযোগীকে নানা অনুষ্ঠানে স্মরণ শিলচর মহর্ষি বিদ‍্যামন্দিরের

শেষদিনে রক্তদান শিবিরের আয়োজন____

বরাক তরঙ্গ, ১৩ জানুয়ারি : মহর্ষি মহেশ যোগীজির ১০৭ তম জন্ম দিবস উপলক্ষে তিনদিনব‍্যাপী অনুষ্ঠান সম্পন্ন হল। শুক্রবার অনুষ্ঠানের শেষদিনে চলা বিজ্ঞান, গণিত, চিত্র ও হস্তশিল্প প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এদিনের অনুষ্ঠানে বক্তব‍্য রাখতে গিয়ে বিদ‍্যালয়ের অধ‍্যক্ষ শমিতা দত্ত বলেন,  মহর্ষিজির দর্শন নিয়ে আজ সমস্ত বিশ্বব‍্যাপী আলোচনা চলছে। মহর্ষিজির ভাবাতীত ধ‍্যান আমাদের জীবনকে কিভাবে প্রভাবিত করতে পারে সেই ব‍্যাপারে তিনি বিশদভাবে আলোচনা করেন। বিদ‍্যালয়ের শিক্ষিকা কস্তুরী পাল বলেন, কেন্দ্রীয়  সরকার বর্তমানে যে শিক্ষানীতি চালু করেছে সেটা অনেকদিন আগেই মহর্ষি মহেশযোগী বলে গেছেন। মহর্ষি শিক্ষা সংস্থার প্রতিটি বিদ‍্যালয়েই বতর্মান শিক্ষানীতি  অনুযায়ী ছাত্রছাত্রীদের সুপ্ত প্রতিভার প্রতি নজর দেওয়া হয়।

মহর্ষি মহেশযোগীকে নানা অনুষ্ঠানে স্মরণ শিলচর মহর্ষি বিদ‍্যামন্দিরের

শিক্ষক বিরেশ্বর ভট্টাচার্য বলেন, বর্তমান সরকার যে রামরাজ‍্য প্রতিষ্ঠার কথা বলছে সেটা অনেকদিন আগেই মহর্ষি মহেশযোগী বলে গেছেন। তিনি বলেন, বর্তমান বিশ্বে যে অরাজকতা চলছে তার থেকে রেহাই পেতে গেলে প্রতিদিন সবাইকে মহর্ষি মহেশযোগী প্রণীত ভাবাতীত ধ‍্যান করতে হবে। ধ‍্যানের মাধ‍্যমে আমাদের শরীর এবং মনে সৎ প্রবৃত্তি গুলোর উদয় হয় এবং সেটা হলেই একমাত্র সমগ্র বিশ্বে  মানবজীবনে শান্তি প্রতিষ্ঠা সম্ভব।

মহর্ষি মহেশযোগীকে নানা অনুষ্ঠানে স্মরণ শিলচর মহর্ষি বিদ‍্যামন্দিরের

এদিন সাংস্কৃতিক কার্যক্রমের মধ‍্যে বিদ‍্যালয়ের শিক্ষক শিক্ষিকারা সমবেত সঙ্গীত ও একক সঙ্গীত পরিবেশন করেন। ক‍্যান্সার হাসপাতালের সহযোগিতায় বিদ‍্যালয় প্রাঙ্গনে একটি রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়। এতে শিক্ষক শিক্ষিকা ও প্রশাসনিক কর্মচারী সহ মোট নয় জন রক্তদাতা রক্তদান করেন। এতে ক‍্যান্সার হাসপাতালের ব্লাড ব‍্যাঙ্কের চিকিৎসক শবনম বাহার বড়ভূইয়া সহ অন‍্যান‍্য কর্মচারীরা সাহায‍্যের হাত বাড়িয়ে দেন। এদিন বিদ‍্যালয়ের ছাত্রছাত্রীরা ও মুক্ত মঞ্চে বিভিন্ন ধরণের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। বিভিন্ন পর্যায়ে এদিন তারা যন্ত্র সঙ্গীত, নৃত‍্য ও সঙ্গীত পরিবেশ করে। সমস্ত অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিদ‍্যালয়ের শিক্ষিকা বিজয়েতা দে পুরকায়স্থ।
প্রতিবেদক : দীপ দেব, শিলচর।

Author

Spread the News