১১ ফেব্রুয়ারি গোবিন্দপুর জামিয়াতুল ইসলামিয়া খানকায়ে মদনির সমাবেশ

বরাক তরঙ্গ, ৬ ফেব্রুয়ারি : পূর্ব গোবিন্দপুর আল জামিয়াতুল ইসলামিয়া খানকায়ে মদনির বার্ষিক দ্বীনি সমাবেশ ও খতমে বোখারি এবং শ্বায়খুল ইসলাম সেমিনার অনুষ্ঠিত হবে আগামী ১১ ফেব্রুয়ারি অর্থাৎ রবিবার। এদিন সকাল দশটায় শুরু হবে অনুষ্ঠান এবং সমাপ্ত হবে বিকেল পাঁচটায়। মঙ্গলবার জামিয়াতুল ইসলামিয়া প্রধান তথা ইসলামি চিন্তাবিদ, আধ্যাত্মিক পণ্ডিত মওলানা আহমদ সায়িদ গোবিন্দপুরী সাংবাদিক সম্মেলন করে ওইদিনের অনুষ্ঠানসূচি তুলে ধরেন। তিনি জানান, সমাবেশে শান্তি, শিক্ষা, আধ্যাত্মিকতা, নামাজ, রোজা, যাকাত, দেশাত্মবোধ, ঐক্য সংহতি ইত্যাদি বিষয়ে আলোচনা করা হবে। এছাড়াও খানকায়ে মদনের হাদিস, হিফজ সহ বিভিন্ন বিভাগের পঞ্চাশ জন পড়ুয়াকে সনদ প্রদান করা হবে। 

সমাবেশে আমন্ত্রিত বক্তা হিসেবে বেঙ্গালুরু থেকে আসছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শ্বায়খুল হাদিস মওলানা সায়াদাতউল্লাহ খান।
সম্মানিত অতিথি তথা বক্তা হিসেবে উপস্থিত থাকবেন দারুল উলুম বাঁশকান্দি মওলানা আলিমুদ্দিন আল কাসিমি, মাওলানা মুফতি লোকমান আলি আল কাসিমি, ধুবড়ির মওলানা অজির উদ্দিন। এ ছাড়া সমাবেশে উপস্থিত থেকে বয়ান রাখবেন হাইলাকান্দি দারুল উলুম মাদ্রাসার শিক্ষক মওলানা তাজউদ্দিন আল জামিয়াতুল ইসলামিয়া খানকায়ে মদনির মওলানা আব্দুল জলিল বড়ভূইয়া, মওলানা ইসমাইল কাসিমি, মওলানা নূর মোহাম্মদ, হাফিজ হিলাল আরশাদ। গুয়াহাটি থেকে উপস্থিত থাকবেন প্রকৌশলী মুসারফ হোসেন। সমাবেশে সভাপতিত্ব করবেন আধ্যাত্মিক পণ্ডিত মওলানা আহমদ সায়িদ গোবিন্দপুরী।

১১ ফেব্রুয়ারি গোবিন্দপুর জামিয়াতুল ইসলামিয়া খানকায়ে মদনির সমাবেশ

এদিন সাংবাদিক সম্মেলনে মওলানা আহমেদ সয়িদ প্রসঙ্গক্রমে বলেন, সমাজ থেকে মাদকদ্রব্য ব্যবহার এবং বিক্রি রুখতে হবে। দেশের ভবিষ্যতকে এর হাত থেকে রক্ষা করতে জনসেবা পরিষদ আসাম এবং মদনি অভিযান চালাচ্ছে। আগামীতেও এই নেশা বিরোধী অভিযান অব্যাহত থাকবে। তিনি বলেন, ১০০ শতাংশ সফল হতে না পারলেও ৭০ শতাংশ নেশামুক্ত সমাজ গড়া অসম্ভব নয়। তিনি এই অভিযানে সবাইকে অংশগ্রহণ করা আবশ্যক বলে মনে করেন। এদিনের সাংবাদিক সম্মেলনে আধ্যাত্মিক পণ্ডিত মওলানা গোবিন্দপুরী আগামী ১১ ফেব্রুয়ারি খানকায়ে মদনি সমাবেশকে সফল করতে সর্বশ্রেণীর জনগণের সহযোগিতা কামনা করেন।  

এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কাছাড় জেলা জমিয়তের কার্যকরী সদস্য হাফিজ ইব্রাহিম আহমদ বড়ভূইয়া, খানকায়ে মদনির সদস্য ইসহাক মজুমদার, ইদ্রিস মজুমদার, মতিউর রহমান লস্কর।

Author

Spread the News