লুৎফুর রহমান স্মৃতি সম্মাননা প্রদান খোঁজের
বরাক তরঙ্গ, ২৯ ডিসেম্বর : সমাজের স্বার্থে কাজ বা সুনাম বৃদ্ধি করা এমন ব্যক্তি ও সংগঠনকে দশমবারের মতো লুৎফুর রহমান স্মৃতি সম্মাননা প্রদান করল বেসরকারি স্বেচ্ছাসবী সংস্থা খোঁজ। শনিবার আশীর্বাদ ভবনে শিলচরের প্রথম সারির নাগরিক, চিকিৎসক, বাস্তুকার, আইনজীবী, বিশিষ্ট ব্যবসায়ী খেলোয়াড়, সংগঠক, নাট্যশিল্পী, শিক্ষক-শিক্ষিকা, সমাজসেবী সবার উপস্থিতিতে জাঁকজমক অনুষ্ঠানে লুৎফুর রহমান স্মৃতি সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননা দেওয়া হয়েছে ডাঃ নাসিম আহমেদ, খেলোয়াড় শৈবাল গুপ্ত, গানের জন্য ইন্ডিয়ান আইডল মৈইতালি সুম, নাট্য ব্যক্তিত্ব অজয়কুমার রায়, ক্রীড়া সংগঠক বিমানকুমার ভগবত, শ্বশুর শাশুড়ির সেবায় সুফিয়া ইয়াসমিন মজুমদার, নাট্য শিল্পী ও উদীয়মান সায়ন বিশ্বাস, শিক্ষক আতিকুর রহমান চৌধুরী, শ্রীভূমি সমাজসেবী সুস্মিতা ভট্টাচার্য, শ্রীভূমি ক্রিকেটার মিহির বর্মন, ফুটবলার রোশন আহমেদ লস্কর, নার্স পারভিন সুলতানা, জাতীয় রেফারি আব্দুল মজিদ চৌধুরী সহ ধলাইয়ের মাতৃভূমি ক্লাব ও কালাইন ক্লাব, আল হীরা হায়ার সেকেন্ডারি স্কুল বদরপুর ও রেডিয়ান মডেল হায়ার স্কুল সোনাই রোড, ইউটিউব এবং ফেসবুকের নাটকের জন্য দেওয়া হয় গরম মাসালাকে। সম্মাননা তুলে দিয়েছেন ক্লাবের সভাপতি ও অতিথিরা।