রাঙ্গিরখাড়িতে বসছে নেতাজির নয়া মূর্তি, অনুষ্ঠিত ভূমি পূজন

পূর্ণাঙ্গ মূর্তি স্থাপনে সবার সাহায্য চাইলেন বিধায়ক দীপায়ন

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২৯ ডিসেম্বর : শিলচর রাঙ্গিরখাড়ি পয়েন্টে থাকা স্বাধীনতা আন্দোলনের আপসহীন সংগ্রামের বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসুর পুরাতন মূর্তি সরিয়ে নয়া মূর্তি বসাতে ভূমি পূজন করা হল।

রবিবার দুপুর সাড়ে বারোটা থেকে বেলা দু’টা অবধি পূর্ণাঙ্গ মূর্তির স্থাপনকে কেন্দ্র করে ভূমি পূজন করেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ নেতাজি মূর্তি নবনির্মাণ ও স্থাপন কমিটির সদস্যরা। বক্তব্যে বিধায়ক তথা কমিটির মুখ্য আহ্বায়ক দীপায়ন চক্রবর্তী বলেন, আগামী ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনের দিনেই নতুন রূপে নেতাজির পূর্ণাঙ্গ মূর্তির স্থাপন করা হবে। নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান চিরস্মরণীয়, তিনি স্বাধীনতা সংগ্ৰামের জন্য ত্যাগ করেছিলেন, তা কল্পনার অতীত। নেতাজির অবদান চিরকাল ভারতবাসী স্মরণে রাখবেন। তিনি আরও বলেন, বর্তমান মূর্তিটি নিউ শিলচর এলাকার গরিমা বাড়বে, এই মূর্তি স্থাপনের সবাইকে মুক্ত হস্তে সাহায্যের বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

রাঙ্গিরখাড়িতে বসছে নেতাজির নয়া মূর্তি, অনুষ্ঠিত ভূমি পূজন

অনুষ্ঠানটি পরিচালনায় থাকা সহ-আহ্বায়ক উত্তমকুমার সাহা বলেন, নেতাজি নবনির্মিত পূর্ণাঙ্গ মূর্তিটি স্থাপনের জন্য তাঁরা সবাই প্রস্তুত। নেতাজি গবেষক নীহাররঞ্জন পাল বলেন, বর্তমান নেতাজির মূর্তিটি ১৯৮৩ সালে স্থাপিত হয়েছিল, নেতাজিকে জানেন না এমন ব্যক্তি ভারতবর্ষে নেই, নেতাজির বলিষ্ঠ নেতৃত্ব ও অবদান ভারতের প্রত্যেকজন মানুষের জীবনে রয়েছে, ভারতবর্ষকে জানতে হলে, নেতাজিকে জানা উচিত। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ রুদ্র নারায়ন গুপ্ত, দেবজ্যোতি স্বামী, প্রকৌশলী সৌগত সোম, প্রকৌশলী অঙ্কুশকুমার রায়, মূলচাঁদ বৈদ, ডাঃ বিভাষ দেব, কাছার জেলা বিজেপির সভাপতি বিমলেন্দু রায়, প্রাক্তন পুর কমিশনার মধুমিতা শর্মা, চামেলী পাল, মিতু শুক্লবৈদ্য, সঞ্জয় রায়, মৃদুল মজুমদার, দেবাশিস সোম, অমিতেষ চক্রবর্তী, জয়দীপ চক্রবর্তী সহ অন্যান্যরা।

রাঙ্গিরখাড়িতে বসছে নেতাজির নয়া মূর্তি, অনুষ্ঠিত ভূমি পূজন

এদিন নেতাজি মূর্তি স্থাপনের জন্য বিধায়ক তথা কমিটির আব্বায়ক দীপায়ন চক্রবর্তীর হাতে ২৫ হাজার টাকার চেক তুলে দেন শিলচরের প্রতিষ্ঠিত ব্যবসায়ী অংশুমান রায়।

এ দিন নেতাজি মূর্তিটি সরিয়ে সাময়িকভাবে গান্ধীবাগ পার্কে স্থানান্তরিত করা হয়। 

Author

Spread the News