সমর্পণ দিবসে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রতি শ্রদ্ধাঞ্জলি লোয়াইরপোয়া মণ্ডল বিজেপির
মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ১১ ফেব্রুয়ারি : সমর্পণ দিবস উপলক্ষে মঙ্গলবার লোয়াইরপোয়া ব্লক মণ্ডল বিজেপির উদ্যোগে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। প্রতি বছরের মতো এবারও তাঁর মৃত্যুবার্ষিকী স্মরণে নানা কর্মসূচির আয়োজন করা হয়। এদিন সকাল ১১টা নাগাদ লোয়াইরপোয়া মণ্ডল কার্যালয়ে দীনদয়ালের অস্থায়ী প্রতিকৃতির সামনে প্রদীপ প্রজ্বলন ও পুষ্পার্ঘ্য নিবেদনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন মণ্ডল সভানেত্রী সম্পারানি চৌধুরী, মণ্ডল সহ-সভাপতি কিশোর চৌধুরী, মণ্ডল সাধারণ সম্পাদক ধ্রুব চক্রবর্তীসহ অন্যান্য নেতৃবৃন্দ।সভায় বক্তারা দীনদয়াল উপাধ্যায়ের জীবন ও আদর্শের ওপর আলোকপাত করেন। তাঁরা বলেন, তিনি ছিলেন এক বিশিষ্ট দার্শনিক, রাজনীতিবিদ ও সমাজ সংস্কারক, যিনি সমন্বিত মানবতাবাদের দর্শন প্রচার করেছিলেন। জনসংঘ গঠনে তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য। তাঁর উন্নয়ন ভাবনা বিশেষত গ্রামীণ ভারতের অগ্রগতির ওপর জোর দিয়েছিল।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে সভানেত্রী সম্পা চৌধুরী দলীয় কর্মীদের দীনদয়ালের আদর্শ অনুসরণ করে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। এদিনের এই আয়োজনে লোয়াইরপোয়া মণ্ডলের বিভিন্ন অঞ্চলের বিজেপি নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। অন্যদের মধ্যে ছিলেন লোয়াইরপোয়া উন্নয়ন খণ্ডের প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি শ্যাম আকুড়া, মহিলা নেত্রী চম্পা নাগ, প্রমোদ দাস, দেবেন সিনহা, রামসকল কৈরী, বিধান পাল, মিটন চন্দসহ অনেকে।


