নবমীতে নিম্নচাপ ঘূর্ণিঝড়ের রূপ, অভিমুখ বাংলাদেশে

নবমীতে নিম্নচাপ ঘূর্ণিঝড়ের রূপ, অভিমুখ বাংলাদেশে

২৩ অক্টোবর : পুজোতেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড়। নবমীতে নিম্নচাপ ঘূর্ণিঝড়ের রূপ নিতে চলেছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে তার অভিমুখ বাংলাদেশের উপকূল। অতিগভীর নিম্নচাপের রূপে তা বাংলাদেশের উপকূলে আঘাত হানতে চলেছে বলে অনুমান আবহাওয়াবিদদের।

ঘূর্ণিঝড়ের কারণে রাজ্যের উপকূলবরাতী জেলাগুলিতে দুর্যোগ থাকবে। বুধবার পর্যন্ত দুর্যোগের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। মত্‍স্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। এই মুহূর্তে যাঁরা গভীর সমুদ্রে রয়েছেন, তাঁদেরকে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার নবমীর সকালে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এদিন এবং দশমী অর্থাত্‍ মঙ্গলবার উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া মূলত শুকনো থাকবে। কোনও জেলাতেই বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। এছাড়া উত্তরবঙ্গের জেলাগুলির দিন ও রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

Author

Spread the News