প্রেমিকাকে নিয়ে পালানোর সময় বাইক দুর্ঘটনায় মৃত্যু প্রেমিকের সোনাইয়ে
নিপ্পু লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ১ নভেম্বর : দ্বিতীয়বার প্রেমিকাকে নিয়ে পালাতে গিয়ে ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারালো প্রেমিক। এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত সাড়ে নয়টা নাগাদ সোনাইয়ের নতুন রামনগর এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, কাপ্তানপুর ১৬ খণ্ডের সঞ্জিত কুমার রবিদাস নামে ২১ বছরের যুবক অপ্রাপ্ত বয়সী প্রেমিকাকে নিয়ে পালানোর সময় নতুনরামনগর সেতুর উপর দুর্ঘটনার কবলে পড়েন। তাঁরা দু’জন বাইকে ছিলেন। দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু ঘটে সঞ্জিতের। কিশোরীও মারাত্মকভাবে আহত হয়। স্থানীয়রা কিশোরীকে উদ্ধার করে মেডিক্যালে পাঠান। খবর পেয়ে সোনাই থানার ওসি দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেডিক্যালের মর্গে পাঠিয়ে দেন।
আরও জানা যায়, সপ্তাহ দশদিন আগে কিশোরীকে নিয়ে পালালে পুলিশ উদ্ধার করে পরিবারের কাছে সমঝে দেয়। শুক্রবার কালীপূজার পরদিন সবাই ব্যস্ত থাকার সুযোগে হয়তো রঞ্জিত প্রেমিকাকে নিয়ে পালানোর সময় এই দুর্ঘটনার কবলে পড়ে।