বাজি থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত্যু তিন শিশুর

২ নভেম্বর : আনন্দ করে বাড়ির মধ্যে ছোটরা কালীপুজোর পরদিন বাজি ফাটাচ্ছিল। হঠাৎ একটি বাজি অসাবধানতায় ফেটে গিয়ে আগুন লেগে যায় গোটা বাড়িতে। ওই আগুনে অগ্নি দগ্ধ হয়ে দুই শিশু-সহ এক নাবালিকার মৃত্যু হয়। এই হৃদয়বিদারক ঘটনাটি সংঘটিত শুক্রবার সন্ধ্যের পর পশ্চিমবঙ্গের হাওড়া জেলার উলুবেড়িয়াতে।

দ্রুত আগুন গোটা বাড়িতে ছড়িয়ে পড়ে। সেই আগুন ওই বাড়ি লাগোয়া একটি দোকান ঘরেও ছড়িয়ে যায়। ফলে দোকান ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। দমকল বিভাগ খবর পেয়ে ঘটনাস্থলে ইঞ্জিন নিয়ে আসার আগেই চোখের নিমিষে এই ভয়ংকর অগ্নিকাণ্ড ও ঝলসে মৃত্যুর ঘটনা ঘটে। হাওড়ার উলুবেড়িয়ার বাণীতলায় বাজি পোড়াতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে যে তিনজনের মৃত্যু হয় তারা হলেন শ্রাবন্তিকা মিস্ত্রি (১১), ইশান ধারা (৩) ও মমতাজ খাতুন (৫)। এই তিনজনকেই হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

ঘটনাস্থলে পৌঁছয় উলুবেড়িয়া থানার পুলিশও। অগ্নিদগ্ধস্থল থেকে দুই শিশু এবং এক নাবালিকার ঝলসানো দেহ দমকল বিভাগ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করে। বাড়িটি তদন্তের স্বার্থে দমকল বিভাগ ও পুলিশ আপাতত সিল করে দিয়েছে।

বাজি থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত্যু তিন শিশুর
বাজি থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত্যু তিন শিশুর

Author

Spread the News