চুরাইবাড়িতে গাঁজা সহ ধৃত লরি চালক

মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ২ সেপ্টেম্বর : বাজারিছড়া থানা অধীন চুরাইবাড়ি অসম পুলিশের তল্লাশিতে ধরা পড়লো গাঁজা সহ এক পাচারকারী। জানা যায়, প্রতিদিনের মতে সোমবার সন্ধ্যায় পুলিশের রুটিন তল্লাশি চলাকালীন AS 01GC 0789 নম্বরের একটি লরি ত্রিপুরা থেকে অসম প্রবেশ করার মুখে চুরাইবাড়ি ওয়াচ পোস্ট পুলিশের চেকিং পয়েন্টে কর্তব্যরত পুলিশকর্মীরা লরিটি থামিয়ে তল্লাশি চালান। এতে লরিতে থাকা গোপন কক্ষ থেকে উদ্ধার হয় ৪৬টি প্যাকেট গাঁজা। পুলিশ ৪৬ প্যাকেটে ১২০ কেজি গাঁজা বাজেয়াপ্ত করার পাশাপাশি পাচার কাণ্ডে জড়িত থাকায় লরি চালক সাহেবজি ত্রিপুরাকে আটক করেছে পুলিশ। ধৃতের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় একটি মামলা রোজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃতকে থানায় আটকে রেখে জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার করিমগঞ্জ জেলার সিজিএম কোর্ট সপর্দ করা হবে বলে পুলিশ সুত্রে জানা গেছে।

এমর্মে চুরাইবাড়ি পুলিশের ইনচার্জ প্রণব মিলি জানান, সোমবার সন্ধ্যায় ত্রিপুরা থেকে অসমে প্রবেশের মুখে ওই লরিতে তল্লাশিতে ৪৬ প্যাকেটে ১২০ কেজি গাঁজা উদ্ধার হয়। যার কালোবাজারে মূল্য দশ লক্ষ টাকার মত হবে। গাঁজা পাচারের দায়ে আটক করা হয় একজনকে তার নাম হল সাহেবজি ত্রিপুরা। সে ত্রিপুরা রাজ্যের বাসিন্দা বলে জানান।

চুরাইবাড়িতে গাঁজা সহ ধৃত লরি চালক
চুরাইবাড়িতে গাঁজা সহ ধৃত লরি চালক

Author

Spread the News