নিগমের নির্দেশ : লঙ্গাই চা বাগান শ্রমিকদের বিক্ষোভ

মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ১৩ এপ্রিল : চা শ্রমিক অবসর নেওয়ার পর সেই শূণ্যপদে নয়া করে নিয়োগ প্রক্রিয়া বন্ধ রাখার অসম চা নিগমের নির্দেশ জারি করার পর থেকেই রাজ্যজুড়ে প্রতিবাদের ঝড় বইছে। সারা রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে শনিবার লঙ্গাই চা বাগানের শ্রমিকরা ফ্যাক্টরির সামনে এই নির্দেশের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন।

বিক্ষোভ চলাকালীন শ্রমিকরা সাংবাদিকদের জানান, আসাম চা নিগম জারি করা এই নির্দেশ অবিলম্বে তুলে নেওয়া এবং বাগান শ্রমিকের মজুরি বৃদ্ধি করতে হবে। আগামী ২০ এপ্রিলের মধ্যে যদি  জারি করা নির্দেশ বাতিল না করা হয় তাহলে চা শ্রমিকরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে। উল্লেখ্য, ৯ এপ্রিল অসম চা নিগমের এই নির্দেশ জারি করে।

Author

Spread the News