বেহাল সড়ক, ধুলোর ঝড়, হাসপাতাল রোডে অবরোধ স্থানীয়দের

বরাক তরঙ্গ, ২৪ জুলাই : একদিকে বেহাল রাস্তা, অন্যদিকে ধুলোর ঝড়। অতিষ্ঠ হয়ে উঠেছেন শিলচর হাসপাতাল রোডের বসবাসকারী নাগরিকসহ দোকানিরা। এতে ফের ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। বুধবার হাসপাতাল রোডের স্থানীয়রা দ্রুত সংস্কারের দাবি জানিয়ে রাস্তা অবরোধ করেন। খবর পেয়ে পুলিশ পৌঁছে অবরোধ মুক্ত করে।

স্থানীয় লোকরা জানান, বহুদিন ধরে গুরুত্বপূর্ণ রাস্তাটি বেহাল অবস্থায় পড়ে রয়েছে। প্রাণের ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হয় পথচারী সহ স্থানীয়দের। এ ছাড়া ধুলোর ঝড়ে স্থানীয়দের জনজীবন নাজেহাল হয়ে উঠেছে। রাস্তা সংস্কারের দাবিতে বার কয়েক প্রতিবাদ জানালেও কোন লাভ হয়নি। তাঁরা আরও বলেন, সাংসদ ও বিধায়ক এ ব্যাপারে নীরব ভূমিকা পালন করছেন। তাই সড়ক অবরোধ করতে বাধ্য হন। রাস্তাটি দ্রুত সংস্কার না হলে তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

বেহাল সড়ক, ধুলোর ঝড়, হাসপাতাল রোডে অবরোধ স্থানীয়দের

এ দিকে, সড়ক অবরোধ চলাকালীন এক ব্যক্তি অবরোধকারীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। সড়ক বন্ধ করার কোন অধিকার নেই বলে ক্ষেপে যান। বন্ধের জন্য অ্যাম্বুলেন্স আটকে পড়েছে বলে অবরোধকারীদের বিরুদ্ধে তাড়া করেন।

Author

Spread the News