গড়ে উঠুক রামরাজ্য হিসেবে গোটা দেশ

বরাক তরঙ্গ, ২২ জানুয়ারি, সোমবার,
ত্তর প্রদেশের অযোধ্যায় রামলালার প্রাণপ্রতিষ্ঠা নিয়ে ধর্মীয় ভাবাবেগে গোটা দেশ। মন্দির উদ্বোধনের পর রামমন্দির শুধুমাত্র একটি মন্দির পরিচিতি নিয়ে থাকবে না, বরং তা হয়ে উঠবে সাংস্কৃতিক ঐতিহ্য পুনরুদ্ধারের প্রতীক। একই ভাবে গড়ে উঠুক রামরাজ্য হিসেবে গোটা দেশ।

রামরাজ্যে প্রজারা সুখে-শান্তিতে বাস করত এবং রাজ্যের সমৃদ্ধি ও ন্যায়বিচার অব্যাহত ছিল।  রামায়ণের অন্যতম বৈশিষ্ট্য হল, রামের সীতা-অনুসন্ধান ও যুদ্ধজয়ের ক্ষেত্রে রামের প্রতি সীতার চরম প্রেম ও সতীত্বের প্রতি গুরুত্ব আরোপ। পক্ষপাতবিহীন শাসন, যেখানে দুষ্টের দমন শিষ্টের পালন নিশ্চিত ছিল৷ সেটাই প্রতিষ্ঠিত হোক। দেশের প্রতিজন নাগরিক যেন ন্যায় বিচার পায় সে ব্যবস্থা আরও শক্তিশালী হোক। বিলকিস বা অভয়া সবাই যেন বিচার পায়। এমনটাই হোক। বিশ্বের অন্য দেশ যেন বলে ভারত সত্যি এক ‘রামরাজ্য’।

Author

Spread the News