শিলচরেও অমিত শাহের পদত্যাগের দাবিতে বিক্ষোভ বামপন্থী দলগুলির
বরাক তরঙ্গ, ৩০ ডিসেম্বর : সংবিধান প্রণেতা ড. বিআর আম্বেদকর সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রীর অপমানকর মন্তব্যে দেশজুড়ে বিক্ষোভ প্রদর্শন করল যৌথ ভাবে বামপন্থী দলগুলি। সোমবার সারা দেশের সঙ্গে শিলচরেও বিক্ষোভ ও পথসভা করল সিপিআই (এম), সিপিআই, সিপিআই (এমএল) ও ফরোয়ার্ড ব্লক। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবি জানালেন দলগুলোর নেতারা।
এ দিন ক্ষুদিরাম মূর্তির সামনে, আম্বেদকর মূর্তির সামনে ও গোল দিঘী মলের সামনে পথসভা হয়। প্রসঙ্গত সংসদে অমিত শাহ সংবিধান প্রণেতা ড. বিআর আম্বেদকর সম্পর্কে অপমানকর উক্তি করায় দেশে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এর ফলে দেশের সমস্ত বিরোধী দল স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে। এ দিনের পথসভায় বক্তব্য রাখেন সিপিএমের বিদ্যুৎ দেব, সুপ্রিয় ভট্টাচার্য, রঞ্জন দাস, দেবজিত গুপ্ত, সিপিআই এর লোকনাথ দেবরায় প্রমুখ।