“ইজ আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ফিজিক্স” নিয়ে বক্তৃতানুষ্ঠান

বরাক তরঙ্গ, ১৬ নভেম্বর : গুরুচরণ কলেজের আইকিউএসি, কলেজের পদার্থবিদ্যা বিভাগ ও রসায়নবিদ্যা বিভাগের সম্মিলিত উদ্যোগে “ইজ আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই) ফিজিক্স ?” বিষয়ে একটি আমন্ত্রিত বক্তৃতানুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজ অধ্যক্ষ ড. বিভাস দেবের সভাপতিত্বে আয়োজিত এই বক্তৃতানুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রিটিক্যাল অ্যান্ড ইমার্জিং টেকনোলজি (শেয়ারের) ট্রেজারার ও বিভাগীয় প্রধান সুবিমল ভট্টাচার্য এবং তাঁর স্ত্রী পশ্চিম গৌহাটি কলেজের অধ্যক্ষ ড. মনীষা ভট্টাচার্য, কলেজের উপাধ্যক্ষ ড. গোপা সিংহ, কলেজের আই কিউএসির সমন্বয়ক তথা কলেজের পদার্থবিদ্যা বিভাগের বরিষ্ঠ অধ্যাপক ড. অপ্রতিম নাগ, কলেজের পদার্থবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ড. কুমার সোনার, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান ড. জয়দীপ পাল, কলেজের গণিত বিভাগের অধ্যাপক তথা কলেজের আই কিউএসির সহকারী সমন্বয়ক ড. দেবাশিস শর্মা প্রমুখ।

এদিন সকাল সাড়ে এগারোটায় কলেজের কনফারেন্স হলে সম্মানিত অতিথিদের বরণের পর প্রারম্ভিক বক্তৃতা প্রদান করেন কলেজ অধ্যক্ষ ড. বিভাস দেব। তিনি তাঁর ভাষণে বলেন, বর্তমান সময়ে প্রযুক্তিগত উন্নয়ন দ্রুত বিকশিত হয়ে চলেছে, তাই এই বিষয়ে সম্মানিত অতিথিদের প্রভূত জ্ঞান যে কলেজ শিক্ষার্থীদের অনেক নতুন তথ্য জানার ক্ষেত্রে সহায়তা করবে সে সম্বন্ধে তিনি গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে মূল বিষয়ে বক্তৃতা প্রদান করেন সুবিমল ভট্টাচার্য। তিনি তাঁর বক্তব্যে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে বিস্তারিত আলোচনা করে বলেন, এই বৌদ্ধিক জ্ঞান প্রয়োগ করে বিভিন্ন ব্যবহারিক ও শারীরিক জটিল সমস্যার সমাধান সম্ভব হচ্ছে, ভবিষ্যতে শিক্ষার্থীরা এই বিষয়ে গবেষণা করার সুযোগ পাবে, ভারত সরকার শিক্ষা ও বৃত্তিমূলক প্রশিক্ষণে এই বিষয়ে গুরুত্ব প্রদান করে নবপ্রজন্মের জন্যে জীবন ও জীবিকার ক্ষেত্রে সম্ভাব্য পরিসর সৃষ্টিতে সহায়তা করছেন। পরবর্তীতে তিনি কলেজ শিক্ষার্থীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে সামিল হন।

"ইজ আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ফিজিক্স" নিয়ে বক্তৃতানুষ্ঠান

অনুষ্ঠানে ড. মনীষা ভট্টাচার্য সাম্প্রতিক সময়ে ব্যবহারিক জীবনে ও শিক্ষাবিষয়ক বহুবিধ ক্ষেত্রে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের (এআই) প্রায়োগিক গুরুত্ব যে ক্রম বিস্তৃত হয়েছে এর উল্লেখ করে এরকম একটি সম্ভাবনাময় বিষয়ে বক্তৃতানুষ্ঠানের আয়োজন করায় তিনি সবার ভূয়শী প্রশংসা করেন। ড. দেবাশিস শর্মার ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে এদিনের অনুষ্ঠান সমাপ্ত হয়। এই অনুষ্ঠান সার্বিকভাবে পরিচালনা করেন ড. অপ্রতিম নাগ। এদিনের অনুষ্ঠানে কলেজের সব অধ্যাপক- অধ্যাপিকা ও ছাত্রছাত্রীরা ও শিক্ষাকর্মীরা উপস্থিত ছিলেন।

Author

Spread the News