দশ বছর পর লোকসভায় বিরোধী দলনেতা

২৬ জুন : সংসদের লোকসভায় দশ বছর পর বিরোধী দলনেতা পেল কংগ্রেস। গত দুই কার্যকাল নিয়ম অনুসারে কোন দলই সদস্য সংখ্যা না পাওয়ায় এই পদ খালি ছিল। এবার তা পূরণ করেছে কংগ্রেস। আর
লোকসভায় বিরোধী দলনেতা হচ্ছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।  কংগ্রেস নেতা কেসি বেনুগোপাল বলেন, ‘কংগ্রেস সংসদীয় দলনেত্রী সোনিয়া গান্ধী প্রোটেম স্পিকার ভর্তৃহরি মহতাবকে লিখিতভাবে বিরোধী দলনেতার পদে রাহুলকে নির্বাচনের কথা জানিয়ে দিয়েছেন।’

৯ জুন কংগ্রেস ওয়ার্কিং কমিটির এক বৈঠকে রাহুলকে বিরোধী দলের নেতা করার বিষয়ে প্রস্তাব পাশ করা হয়। যদিও বৈঠকের পর রাহুল জানিয়েছিলেন, তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবতে চান।

উল্লেখ্য, প্রায় ১০ বছর বাদে লোকসভায় বিরোধী দলনেতার পদ পাচ্ছে কংগ্রেস (Congress)। বিরোধী দলনেতার পদ পেতে হলে লোকসভায় মোট আসনের ১০ শতাংশ পেতে হয়। অর্থাত ৫৫ জন সাংসদ না থাকলে বিরোধী দলনেতার পদ পাওয়া যায় না। কিন্ত গত দুই লোকসভা নির্বাচনে সেই আসন সংখ্যা পায়নি কংগ্রেস সহ কোনও বিরোধী দলই। ফলে বিরোধী দলনেতার পদ শূন্যই থেকে গিয়েছে। এবার কংগ্রেস নিজে একা ৯৯ আসন পেয়েছে।

Author

Spread the News