মুখ্যমন্ত্রীর দু’টি গ্রন্থ উন্মোচন

বরাক তরঙ্গ, ১৯ ডিসেম্বর : লোকসেবা ভবনে গ্রন্থ উন্মোচনের  একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার ৭০টি বক্তৃতাকে একত্রিত করে ‘মুখ্যমন্ত্রীর ভাষণ সংকলন-৩’ সঙ্গে ‘মুখ্যমন্ত্রী ডায়েরি ৩’ উন্মোচন করা  হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজ্যপাল লক্ষ্মণপ্রসাদ আচার্য। দুটি গ্রন্থই রাজ্যপাল উন্মোচন করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়া। উদ্বোধনী অধিবেশনের শুরুতে শিল্পী মিতালি ভট্টাচার্য দে বরগীত পরিবেশন করেন। অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক ও প্রবীণ সাংবাদিক অনুরাধা শর্মা পূজারী, মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়া, মুখ্য সচিব রবি কোটা, শ্রীমন্ত শঙ্করদেব স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. ধ্রুবজ্যোতি বরা। অনুষ্ঠানে বেশ কয়েকজন প্রবীণ সাংবাদিক ও বুদ্ধিজীবীও উপস্থিত ছিলেন।

মুখ্যমন্ত্রীর দু'টি গ্রন্থ উন্মোচন

Author

Spread the News