কানিশাইলে প্রয়াত কৃপেশরঞ্জন পাল স্মৃতি সেভেন-এ সাইড নাইট ক্রিকেট শুরু

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ১৬ জানুয়ারি : খেলাধুলার মাধ্যমে সামাজিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সুস্থ প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে কানিশাইলে শুরু হল প্রয়াত কৃপেশরঞ্জন পাল স্মৃতি সেভেন-এ সাইড নাইট ক্রিকেট প্রতিযোগিতার। বৃহস্পতিবার সন্ধ্যা ঠিক রাত ৭টায় কানিশাইল কেপিপিএল ক্রিকেট ক্লাবের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয় এক জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানমালার মধ্য দিয়ে।

প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিজেপির বরিষ্ঠ নেতা, উত্তর করিমগঞ্জের তিনবারের প্রাক্তন বিধায়ক ও প্রাক্তন রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাস। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পালের সহধর্মিণী মধুমিতা পাল। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খেলা কমিটির সভাপতি আব্দুস সাহিদ সাইলু, সম্পাদক কুমারজিৎ দত্ত (কুটু), তারেক ইকবাল, রিয়াজ উদ্দিন সহ আরও বহু বিশিষ্ট ব্যক্তি, ক্রীড়ানুরাগী ও স্থানীয় গণ্যমান্য নাগরিক।

উদ্বোধনী পর্বে অতিথিবৃন্দ ফিতা কেটে প্রতিযোগিতার শুভ সূচনা করেন। এরপর খেলা কমিটির পক্ষ থেকে সভাপতি আব্দুস সাহিদ সাইলু, সম্পাদক কুমারজিৎ দত্ত, তারেক ইকবাল সহ অন্যান্য সদস্যরা অতিথিদের মাল্যদান ও পুষ্পাঞ্জলি অর্পণের মাধ্যমে সংবর্ধনা জানান।পরে অনুষ্ঠিত হয় এক উদ্বোধনী সভা।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মিশনরঞ্জন দাস বলেন, খেলাধুলা মানুষের শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি মানসিক বিকাশ ঘটায়। খেলাধুলার মাধ্যমে যুবসমাজ নৈতিক শিক্ষা লাভ করে এবং সমাজে শান্তি-শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠিত হয়।মন্ত্রী কৃষ্ণেন্দু পালের স্ত্রী মধুমিতা পাল তাঁর বক্তব্যে বলেন,এই ধরনের ক্রীড়া প্রতিযোগিতা তরুণ প্রজন্মকে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখে। খেলাধুলা মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, পরিচিতি ও বন্ধুত্বের সেতুবন্ধন গড়ে তোলে।এছাড়াও সভায় খেলার বিভিন্ন দিক,নিয়মানুবর্তিতা ও খেলাধুলার সামাজিক গুরুত্ব নিয়ে প্রাঞ্জল ভাষায় বক্তব্য রাখেন খেলা কমিটির সভাপতি আব্দুস সাহিদ সাইলু, সম্পাদক কুমারজিৎ দত্ত (কুটু), তারেক ইকবাল, রিয়াজ উদ্দিন সহ অন্যান্য বক্তারা।এরপর সবাই সম্মিলিতভাবে জাতীয় সংগীত পরিবেশন করেন। জাতীয় সংগীত শেষে অতিথিবৃন্দ খেলোয়াড়দের সঙ্গে পরিচয় পর্বে অংশগ্রহণ করেন এবং খেলোয়াড়দের শুভেচ্ছা ও উৎসাহ প্রদান করেন। এর মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে উদ্বোধনী ম্যাচের সূচনা হয়।

উদ্বোধনী নাইট ক্রিকেট ম্যাচে মুখোমুখি হয় কানিশাইল মমন উদ্দিন ফ্রেন্ডস ক্লাব ও নাইরগ্রাম ফ্রেন্ডস ক্লাব। উত্তেজনাপূর্ণ এই ম্যাচে কানিশাইল মমন উদ্দিন ফ্রেন্ডস ক্লাব ২৮ রানের বিশাল ব্যবধানে জয়লাভ করে। এই জয়ের মাধ্যমে তারা টুর্নামেন্টের প্রথম দল হিসেবে দ্বিতীয় রাউন্ডে প্রবেশ করার গৌরব অর্জন করে।

উল্লেখ্য, এই নাইট ক্রিকেট টুর্নামেন্টটি মন্ত্রী কৃষ্ণেন্দু পালের বাবা, সমাজসেবী প্রয়াত কৃপেশরঞ্জন পালের স্মৃতির উদ্দেশ্যে আয়োজন করা হয়েছে। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, আগামী কয়েকদিন ধরে এই টুর্নামেন্টে বিভিন্ন এলাকার শক্তিশালী দল অংশগ্রহণ করবে এবং প্রতিটি ম্যাচই হবে দর্শকদের জন্য অত্যন্ত উপভোগ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *