জাটিঙ্গা ও হারাঙ্গাজাওয়ের মধ্যে বিভিন্ন স্থানে ভূমিস্খলন
বরাক তরঙ্গ, ৩১ মে : শিলচর-হাফলং সৌরাষ্ট্র সড়কের যাতায়াত স্তব্ধ। জাটিঙ্গা ও হারাঙ্গাজাওয়ের মধ্যে বিভিন্ন স্থানে ভূমিস্খলনের ফলে ব্যাহত হয়েছে যাতায়াত ব্যবস্থা। অত্যাধিক বৃষ্টিপাতের ফলে পাহাড়ি জলের তোড়ে পাহাড় থেকে মাটি, পাথর রাস্তার উপর খসে পড়ার ফলে স্তব্ধ হয়েছে সড়কের যাতায়াত ব্যবস্থা।
এদিকে, উত্তর কাছাড় প্রশাসনের তরফে যান চলাচলের ক্ষেত্রে সতর্কতা বার্তা জারি করা হয়েছে।ফলে, প্রতি বছরের ন্যায় এবারও বর্ষার শুরুতে বরাক তথা উত্তর পূর্বের রাজ্যে গুলোর মানষকে সড়ক পথে গুয়াহাটি বা বহিঃরাজ্যে যাতায়াত দুস্কর হয়ে দাঁড়িয়েছে।

এদিকে, টানা বৃষ্টিতে শিলচর-গুয়াহাটি ৬ নং জাতীয় সড়কের অবস্থাও যান চলাচলের ক্ষেত্রে মোটেই নিরাপদ নয়। যদিও যান চলাচল বন্ধ হয়নি। তবে, মেঘালয় প্রশাসন ইতিমধ্যে লাল সতর্কতা জারি করেছে।