বিবাদের মীমাংসার অজুহাতে জমি জবরদখল, মামলা
বরাক তরঙ্গ, ৩ জানুয়ারি : বিবাদের মীমাংসার অজুহাতে জমি জবরদখল করলেন লক্ষীপুর জিপির প্রাক্তন সভাপতি। সমাজ বিরোধী স্থানীয় গুণ্ডাবাহিনীকে সঙ্গে নিয়ে বলপূর্বক জমি দখলের অভিযোগে প্রাক্তন জিপি সভাপতি অনুপকুমার পালের বিরুদ্ধে বৃহস্পতিবার কালাইন থানায় এজাহার দায়ের করেছেন কালাইন লক্ষীপুর তৃতীয় খণ্ড গ্রামের বাসিন্দা অমিতকুমার দাস ও সেউতি তৃতীয় খণ্ডের বাসিন্দা অবনীমোহন দাস।
এদিকে, শুক্রবার বিবাদকৃত জমির সামনে দাঁড়িয়ে জয়শ্রী দাস, অলীরানি দাস, অবনী মোহন দাসরা অভিযোগ করে বলেন, দীর্ঘ দিন থেকে তাদের পৈতৃক সম্পত্তি নিয়ে কিছু সমস্যা ছিল। এসব সমস্যা সমাধানের জন্য এক সময় এগিয়ে আসেন লক্ষীপুর জিপির তৎকালীন সভাপতি অনুপকুমার পাল। প্রথম দিকে কিছু সমস্যার সমাধান করেও পরর্বতীতে তিলকে তাল বানিয়ে জমি আত্মসাতের ফঁন্দি আঁটেন অনুপ কুমার পাল। বিবাদিত জমির বাটোয়ারা নিষ্পত্তির জন্য বারবার কথা দিয়েও কথা রাখেন নি তিনি। বৃহস্পতিবার রাতে, অলীরানি দাস এবং অবনী মোহন দাসের কাছে খবর যায় কে বা কারা তাদের জমিতে মাটি ভরাটের কাজ করছে। খবর পেয়ে তাঁরা এসে দেখতে পান তাদের জমিতে অবৈধভাবে প্রবেশ করে ট্রাক লাগিয়ে মাটি ভরাটের কাজ করছেন অনুপবাবু। এতে তাঁরা বাধা প্রধান করতে গেলে স্থানীয় গুণ্ডাবাহিনী লেলিয়ে তাদের প্রাণে মারার হুমকি দেওয়া হয়। শেষে নিরুপায় হয়ে অনুপকুমার পালকে অভিযুক্ত করে কালাইন থানায় একটি এজাহার দায়ের করেন অবনী মোহন দাস এবং অমিত দাস। এজাহার পেয়ে কালাইন পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাটি ভরাটের কাজ বন্ধ করে দিয়েছে। প্রশাসনের কাছে ভুক্তভোগীরা সঠিক বিচারের প্রার্থনা জানিয়েছেন। এদিকে, এঘটনা নিয়ে প্রাক্তন জিপি সভাপতি অনুপ কুমার পালের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।