লক্ষীপুরে বাইক দুর্ঘটনায় মৃত্যু যুবকের, শোক

কেএইচ লস্কর, লক্ষীপুর।
বরাক তরঙ্গ, ২৮ মে : বাইক দুর্ঘটনায় মৃত্যু ঘটল এক যুবকের। দুর্ঘটনা সংঘটিত হয়েছে লক্ষীপুর থানা এলাকার বিন্নাকান্দি পুটিখাল সড়কে। বুধবার সন্ধ্যা রাতে বাইক নিয়ে সাহেদ হোসেন বড়ভূইয়ার (২০) একটি গরুর সঙ্গে ধাক্কা হয়। এতেই তার মৃত্যু ঘটে।

লক্ষীপুরে বাইক দুর্ঘটনায় মৃত্যু যুবকের, শোক

জানা যায়, বিন্নাকান্দি ঘাট থেকে বাড়ি যাওয়ার পথে পুটিখালে একটি গরুর সঙ্গে ধাক্কা লাগে। বাইক থেকে লুটিয়ে পড়ে সাহেদ। প্রত‍্যক্ষদর্শীরা আহত সাহেদকে সঙ্গে সঙ্গে ছোটমামদা হাসপাতালে পাঠিয়ে দেন।কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে লক্ষীপুর পুলিশ ছোটমামদা হাসপাতালে পৌঁছে মৃতদেহ ময়নাতদন্তের জন্য শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। তরতাজা যুবকের আকস্মিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়। প্রয়াত সাহেদ পাবদা বস্তির আবিদুর রহমান বড়ভূইয়া ছেলে।

লক্ষীপুরে বাইক দুর্ঘটনায় মৃত্যু যুবকের, শোক
Spread the News
error: Content is protected !!