খুন করে বাড়িতে আত্মগোপন, রামকৃষ্ণনগর থেকে দুই ভাইকে গ্রেফতার করল মণিপুর পুলিশ

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৮ মে : মণিপুর হত্যা মামলায় শ্রীভূমির রামকৃষ্ণনগর থেকে দুই যুবককে গ্রেফতার করে নিয়ে গেলো মণিপুর পুলিশ। মণিপুরের উখরুল জেলায় সংঘটিত এক হত্যা মামলায় অসমের শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগর থানার অন্তর্গত মোহনপুর গ্রামের দুই যুবককে গ্রেফতার করেছে মণিপুর পুলিশ। ধৃতদের নাম আবিজ উদ্দিন ও সইফ উদ্দিন, তারা দু’জনেই মোহনপুর গ্রামের বাসিন্দা আলাউদ্দিনের পুত্র।

সূত্রে জানা গেছে, অভিযুক্ত দুই ভাই মণিপুরের উখরুল থানা এলাকায় একটি গাড়ি সারাইয়ের গ্যারেজ চালাতেন। অভিযোগ, সেখানেই তারা মণিপুরি সম্প্রদায়ভুক্ত এক ব্যক্তিকে নির্মমভাবে হত্যা করে পালিয়ে এসে আত্মগোপন করেন নিজের গ্রামে। ঘটনার পর মণিপুরের উখরুল থানায় মামলা নং ২(৫)২০২৫-এর অধীনে ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-র ১০৩(১) ও ৩০৭ ধারায় একটি অপরাধ ধারায় মামলা রুজু হয়।

বুধবার সকালে মণিপুর পুলিশ রামকৃষ্ণনগর থানার সহযোগিতায় অভিযুক্তদের বাড়ি মোহনপুর গ্রাম থেকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গেছে, এই দুই অভিযুক্ত দীর্ঘদিন ধরেই আত্মগোপন করে ছিল। হত্যাকাণ্ডের মোটিভ ও ঘটনার পেছনে অন্য কোনও ব্যক্তি বা সংগঠনের জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ। তদন্ত চলছে পুরোদমে।

খুন করে বাড়িতে আত্মগোপন, রামকৃষ্ণনগর থেকে দুই ভাইকে গ্রেফতার করল মণিপুর পুলিশ

Author

Spread the News