আজ লক্ষ্মীপূজা, চলছে আয়োজন

বরাক তরঙ্গ, ২৮ অক্টোবর : আজ কোজাগরী লক্ষ্মীপুজো। বাঙালি গৃহস্থের ঘরে ঘরে চলছে দেবীর আরাধনা। সব বাঙালি বাড়িতে লক্ষ্মীপুজোর আয়োজন করা হয়। সন্ধেবেলায় ধূপ, ধুনো জ্বালিয়ে মন্ত্রোচ্চারণে, লক্ষ্মী পাঁচালিতে দেবীর আরাধনা হয় ঘরে ঘরে।

‘কোজাগরী’ কথাটির অর্থ ‘কে জেগে আছ’? হিন্দু পুরাণ মতে আশ্বিনের এই পূর্ণিমার রাতে লক্ষ্মী এসে ঘরে ঘরে খোঁজ নিয়ে যান, কে জেগে আছে। তাই অনেক জায়গায় রাত জেগে পুজো হয় দেবীর। আবার কোথাও রাত জেগে পুজো না হলেও, সারারাত বাড়িতে আলো জ্বেলে রাখার নিয়ম রয়েছে।

পূর্ণিমা তিথি শুরু ২৮ অক্টোবর ভোর ৪টে ১৭ মিনিটে এবং পূর্ণিমা তিথি শেষ ২৯ অক্টোবর ভোররাত ১টা ৫৩ মিনিটে। কোজাগরী লক্ষ্মী পুজোর সময় ২৮ অক্টোবর বেলা ১১টা ৩৯ মিনিট থেকে ২৯ অক্টোবর রাত ১২টা ৩১ মিনিট পর্যন্ত।

এ দিকে, গতকাল ফলমূল, সবজি বাজারে ভিড়। চড়া দামে কিনতে হয়ে এসব। লাইন পড়ে গিয়েছে মিষ্টির দোকানে।

লক্ষীপূজা উপলক্ষে বরাক তথা দেশবাসীকে জানায় শুভেচ্ছা বরাক তরঙ্গ গ্রুপ।

Author

Spread the News