লাহরিঘাট ৩৪টি চোরাই গরুসহ আটক ৩

বরাক তরঙ্গ, ২২ ডিসেম্বর : মরিগাঁও জেলার লাহরিঘাট থানার বরসলা আউটপোস্টের অন্তর্গত বরসলায় ৩৪টি চোরাই গরুসহ তিনজন চোরাই গরু সরবরাহকারীকে আটক করে বরসলা পুলিশ। প্রাপ্ত খবর অনুযায়ী, গোপন সূত্রের ভিত্তিতে লাহরিঘাট সমজেলা পুলিশ সুপারের নেতৃত্বে চোরাই গরু চক্রের সরবরাহকারীদের বিরুদ্ধে এক অভিযান চালান। এই অভিযানে এএস-০১আর সি ৬৪৮৮ এবং এএস-১৭সি ৫৬২০ নম্বরের দুইটি গাড়ি থেকে ৩৪টি গরুসহ ৩ জন চোরাই ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

চোরাই গরুগুলি মরিগাঁও জেলার মৈরাবাড়ি থেকে বহিঃরাজ্যে সরবরাহ করার সন্দেহ প্রকাশ করেন স্থানীয় জনতা। ধৃত তিন চোরাই গরু সরবরাহকারীদের নাম মুকসিদুল হক, আসমত আলি ও শুকুর আলি বলে জানা গেছে । এদিকে ধৃতদেরকে অধিক তথ্যের জন্য জিজ্ঞাসাবাদ অব্যাহত রাখছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *