কৃতী বিদ্যার্থী সংবর্ধনা ও নবীনবরণ উৎসব সরস্বতী বিদ্যানিকেতন কালাইনে

অনিতা পাল, কাটিগড়া।
বরাক তরঙ্গ, ৮ জুন : আরম্বরপূর্ণভাবে কৃতী বিদ্যার্থী সংবর্ধনা ও নবীনবরণ উৎসব উদযাপন করল সরস্বতী বিদ্যানিকেতন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় কালাইন। দু’টি সত্রের মাধ্যমে অনুষ্ঠিত হওয়া এদিনের অনুষ্ঠানের প্রদীপ প্রজননের মাধ্যমে শুভারম্ভ করেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বিভাগ বৌদ্ধিক প্রমুখ সুকান্ত ভট্টাচার্য, বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি বিনোদ বিহারী রায়, সম্পাদক প্রতাপচন্দ্র বিশ্বাস এবং প্রধান আচার্য দেবাশিস পাল। বিদ্যা ভারতীর চিরাচরিত বন্দনার পর উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানের স্বাগত ভাষনে বিদ্যালয় পরিচালনা সমিতির সম্পাদক অনুষ্ঠানের উদ্দেশ্য ব্যাখ্যা করেন।

অনুষ্ঠানের প্রথম সত্রে নবীনবরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ে চলিত শিক্ষাবর্ষে ভর্তি হওয়া ৮৭ জন বিদ্যার্থীদের বরণ করে বিদ্যালয় স্বাগত জানানো হয়। বিশিষ্ট অতিথি সুকান্ত ভট্টাচার্য নবীনদের বিদ্যালয়ের নিয়ম নীতি তথা বিদ্যাভারতীর লক্ষ্য এবং আদর্শের প্রতি আকৃষ্ট হয়ে বিদ্যালয়‌ থেকে প্রথাগত শিক্ষার সঙ্গে সঙ্গে ও নৈতিক ও আধ্যাত্মিক শিক্ষায় শিক্ষিত হয়ে প্রকৃত মানুষ হওয়ার কথা‌ বলেন। বিদ্যালয়ের প্রধানাচার্য দেবাশিস পাল উনার বক্তব্যে বিদ্যালয়ে নবীন বিদ্যার্থীদের স্বাগত জানান এবং আগামীতে ভালো করে পড়াশুনা করে নিজেদের সঙ্গে সঙ্গে বিদ্যালয়ের নামকে উজ্জ্বল করার জন্য আহ্বান জানান, অবশেষে প্রত্যেক বিদ্যার্থীদের চন্দনের ফোটা ও বিদ্যা ভারতীর লক্ষ্য সম্বলিত স্মৃতিচিহ্ন দিয়ে বিদ্যালয়ে স্বাগত জানানো হয়।

কৃতী বিদ্যার্থী সংবর্ধনা ও নবীনবরণ উৎসব সরস্বতী বিদ্যানিকেতন কালাইনে

অনুষ্ঠানের দ্বিতীয় সত্রে কৃতি বিদ্যার্থী সংবর্ধনা কার্যক্রম অনুষ্ঠিত হয়, এতে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভাপতি শুভম রায় ‌ও বিদ্যালয় পরিচালন সমিতির সদস্য তথা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ পশ্চিম কাছার জেলার জেলা প্রচার প্রমুখ সুমন দাস। কৃতি বিদ্যার্থী অভিনন্দন অনুষ্ঠানের শুরুতেই করিমগঞ্জ সরস্বতী বিদ্যানিকেতনের পূর্ব বিদ্যার্থী তথা আসাম বিশ্ববিদ্যালয়ের বর্তমান ছাত্র সংসদের সভাপতি শুভম রায় কে সরস্বতী বিদ্যানিকেতন কালাইনের পক্ষ থেকে সংবর্ধিত করা হয়।

কৃতী বিদ্যার্থী সংবর্ধনা ও নবীনবরণ উৎসব সরস্বতী বিদ্যানিকেতন কালাইনে

সদ্য মাধ্যমিক ও উচ্চতর মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বিদ্যার্থীদের উদ্দেশ্যে বলতে গিয়ে মুখ্য অতিথি শুভম রায় বলেন “বিদ্যাভারতী সম্পূর্ণ দেশের বিভিন্ন প্রান্তে অসংখ্য বিদ্যালয়ের মাধ্যমে দীর্ঘ বছর থেকে বিদ্যার্থীদের প্রথাগত শিক্ষার সঙ্গে সঙ্গে বিদ্যার্থীদের সৎ চরিত্র তথা রাষ্ট্রীয়তাবোধের শিক্ষায় শিক্ষিত মানুষ হিসেবে গড়ে তুলতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, আগামী দিনে এই বিদ্যালয়ের বিদ্যার্থীরাও যাতে পড়াশুনার সঙ্গে সঙ্গে সমাজে চরিত্রবান মানুষ হিসাবে প্রতিষ্ঠিত হয়, আসাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ সভাপতি শুভম রায় কৃতী বিদ্যার্থীদের উদ্দেশ্যে বলতে গিয়ে ফিরে যান নিজের স্কুল জীবনে। তিনি বলেন, শৈশব থেকে উচ্চতর মাধ্যমিক পর্যন্ত সরস্বতী বিদ্যানিকেতনে অধ্যয়নের ফলেই আজ তিনি এই জায়গায় আসতে পেরেছেন, তার মধ্যে নেতৃত্ব গুণ বিকাশের পিছনে সর্বোচ্চ অবদান বিদ্যানিকেতনের। বিদ্যালয়ের কিশোর ভারতীর প্রধানমন্ত্রী থেকে আসাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভাপতির এই যাত্রাকালে প্রতিটি পদক্ষেপে বিদ্যাভারতীর সংস্কার এবং বিদ্যালয় থেকে শেখা নেতৃত্বগুণ উনাকে কিভাবে সাহায্য করেছে তা নিজের বক্তব্যে বিদ্যার্থীদের সামনে তুলে ধরেন, এবং আগামী দিনেও কৃতি বিদ্যার্থীদের পড়াশোনার সঙ্গে সঙ্গে বিভিন্ন সামাজিক কাজেও এগিয়ে আসার আহ্বান জানান।

কৃতী বিদ্যার্থী সংবর্ধনা ও নবীনবরণ উৎসব সরস্বতী বিদ্যানিকেতন কালাইনে

সংঘের জেলা প্রচার প্রমুখ উনার বক্তব্যে ছাত্রছাত্রীদের বিদ্যাভারতী থেকে যে সংস্কার নিয়ে ওরা বেড়ে উঠেছে তা জীবনের প্রতিটা পদক্ষেপে অনুসরণ করে চলার কথা বলেন। উনি বিভিন্ন উদাহরণ তুলে ধরে ছাত্র জীবন থেকে নাগরিক জীবনের কর্তব্য কিভাবে পালন করবে তা ছাত্রছাত্রীদের বুঝিয়ে দেন। তারপর একে‌ একে বিদ্যালয় থেকে মাধ্যমিক ও উচ্চতর মাধ্যমিক উত্তীর্ণ বিদ্যার্থীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানের শেষ লগ্নে বিদ্যালয়ের প্রধান আচার্য দেবাশিস পাল ধন্যবাদ সূচক বক্তব্যে কৃতী বিদ্যার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানানোর পাশাপাশি আগামীদিনেও বিদ্যালয়ের প্রতি সর্বদা সংযুক্ত থাকার আহ্বান জানান এবং শেষে জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Author

Spread the News