নেক পরিদর্শনের প্রাকমুহূর্তে স্বামী বিবেকানন্দ কলেজে বৈঠক কৃষ্ণেন্দুর

মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ১৪ জুলাই : পাথারকান্দির চান্দখিরা স্বামী বিবেকানন্দ কলেজের অভ্যন্তরীণ নানা বিষয় নিয়ে বৈঠক করলেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল। নেকের পরিদর্শনের আগাম প্রস্তুতি নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা করেন বিধায়ক। শনিবার বৈঠকে কলেজের যাবতীয় কাজকর্মের অগ্রগতি নিয়ে পর্যালোচনা হয়। বৈঠকে কলেজ অধ্যক্ষ সুভাষ সিনহা সহ বাকি শিক্ষকের পক্ষ থেকে ঐতিহ্যবাহী এই কলেজের সার্বিক উন্নয়ণের পাশাপাশি নেক প্রতিনিধি দলের পরিদর্শনের আগে কলেজের ভেতর ও বাইরের সৌন্দর্য বর্ধনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবার প্রসঙ্গ উঠে আসে। এতে বিধায়ক কৃষ্ণেন্দু পাল নিজ ব্যক্তিগত তহবিল থেকে কলেজের পরিকাঠামোগত সার্বিক উন্নয়ণে আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের গন্ডি পেরিয়ে এসে স্নাতক স্তরে কলা ও বিজ্ঞান শাখায় পড়াশুনার জন্য বৃহত্তর এলাকার সাধারণ থেকে চা -বাগানের ছেলেমেয়েরা যাতে সুযোগ পায় সেই প্ৰচেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।

এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির চেয়ারপার্সন ড. শর্মিষ্ঠা খাজান্সি, পঞ্চায়েত সভাপতি অনিলকুমার ত্রিপাঠি, শিক্ষক নবকুমার সিনহা, অভিমূন্য শুক্লবৈদ্য সহ কলেজের স্টেক হোল্ডার ও শিক্ষক-অশিক্ষক কর্মচারীরা।

এদিকে, চলতি বছরে নেকের পিয়ার টিম পরিদর্শনের খবরে কাজকর্মের তোড়জোড় বৃদ্ধি পেয়েছে স্বামী বিবেকানন্দ কলেজে। কেননা সরকারি স্বীকৃতিপ্রাপ্ত নেক কর্তৃক উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মূল্যায়নের স্বীকৃতি পেতে গেলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের বাহ্যিক ও অভ্যন্তরীণ সব বিষয়গুলো খতিয়ে দেখবে এই মূল্যায়ন সংস্থা। 

Author

Spread the News