কনকলতা আত্মবলিদান দিবসে শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষা গ্রহণের ব্যবস্থা না করার আর্জি

বরাক তরঙ্গ, ২৭ আগস্ট : ২০ সেপ্টেম্বর কনকলতা আত্মবলিদান দিবস। এই দিনে রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কোনও ধরনের পরীক্ষা গ্রহণের ব্যবস্থা না করার আর্জি জানাল ছাত্র সংগঠন এআইডিএসও। সংগঠনের অসম রাজ্য কাউন্সিলের আহ্বানে রাজ্যের বিভিন্ন জেলার সঙ্গে কাছাড় জেলার বিদ্যালয় সমূহের পরিদর্শকের কাছে এই আবেদন জানিয়ে স্মারকপত্র প্রদান করল কাছাড় জেলা কমিটি। এই স্মারকপত্রে উল্লেখ করা হয় যে সেপ্টেম্বর মাসের শেষের দিকে প্রতিবছর মাধ্যমিক ছাত্রছাত্রীদের ষান্মাসিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১৯৪২ সালের ২০ সেপ্টেম্বর ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের বীর যোদ্ধা শহিদ কনকলতা গহপুর থানায় পতাকা উত্তোলন করতে গিয়ে শহিদত্ব বরণ করেন।

প্রতি বছর ২০ সেপ্টেম্বর কনকলতা আত্মবলিদান দিবস যথাযোগ্য মর্যাদায় জনগণ ও ছাত্রছাত্রীরা উদযাপন করেন। বিগত দিনে অসমের জনগণ বিশেষ করে ছাত্র যুবক গভীর শ্রদ্ধা ও আবেগ নিয়ে শহীদ কনকলতা বরুয়ার শহীদ দিবস পালন করেন। এই দিনে পরীক্ষা অনুষ্ঠিত করলে শহিদ কনকলতাকে অপমান করা হবে এবং ছাত্রছাত্রীদের তাঁর শহিদ দিবস পালন করা থেকে বিরত করা হবে। এআইডিএসও’র পক্ষ থেকে জোরালো দাবি জানানো হয় যে সমগ্র রাজ্যের সঙ্গে কাছাড় জেলাতেও কোন ধরনের পরীক্ষা ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত না করা। কনকলতা বরুয়ার শহীদ দিবস বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পালনের জন্য বিদ্যালয় সমূহের পরিদর্শককে বিশেষভাবে ব্যবস্থা গ্রহণেরও আবেদন জানানো হয়। স্মারকপত্রে প্রদান কালে উপস্থিত ছিলেন সংগঠনের আসাম রাজ্য কাউন্সিলের যুগ্ম সম্পাদক পল্লব ভট্টাচার্য ও রাজ্য কাউন্সিল সদস্য রিতা বাগতী সহ বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা।

Spread the News
error: Content is protected !!