দুর্গাপূজায় শিলচর শহরে কোথায় কী জেনে নিন

দুর্গাপূজায় শিলচর শহরে কোথায় কী জেনে নিন

আশু চৌধুরী, শিলচর।
বরাক তরঙ্গ, ৯ অক্টোবর : প্রতিবছরই দর্শনার্থীদের মুগ্ধ করে বিভিন্ন ভাবে পুজো কমিটি গুলো। কেউ প্রতিমা, আবার কেউ মণ্ডপ বা আলোকসজ্জায় দর্শনার্থীদের টানতে দেখা যায়। এবারও তার কোন ব্যতিক্রম ঘটেনি। শিলচর শহরে পুজোয় আনন্দ বাড়িয়ে তুলতে প্রত্যেক পূজা কমিটি সর্বস্ব দিয়ে মণ্ডপ, প্রতিমা, আলোয় সাজিয়ে তুলেছে। এবছর শহরে কোথায় কী রয়েছে জেনে নিন।

মধ্যসহর সাংস্কৃতিক সমিতি : ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে বিশাল আয়োজন। ভিক্টোরিয়া মেমোরিয়ালের আদলে মণ্ডপ। নরসিংটোলা পুকুরে মণ্ডল। রয়েছে আলোকসজ্জা। শাস্ত্রীয় প্রতিমা।

দুর্গাপূজায় শিলচর শহরে কোথায় কী জেনে নিন

শ্যামাপ্রসাদ রোড দুর্গাপূজা : ৫৫তম বর্ষপূর্তিতে আমেরিকার ওয়াইট হাউসের আদলে মণ্ডপ ও ৬০কেজি সিটি গোল্ড ব্যবহার করে দেবী প্রতিমা দেখতে পাবেন  শ্যামাপ্রসাদ রোড দুর্গাপুজোয়।

দুর্গাপূজায় শিলচর শহরে কোথায় কী জেনে নিন

আপনজন দুর্গাপূজা : সপ্তম বর্ষপূর্তি উপলক্ষে শিলচর শঙ্কর দীঘিরপার আপনজন দুর্গাপূজা কমিটি ডিজনি গার্ডেন কাল্পনিক পাহাড়ের আদলে সাজিয়ে তোলা হয়েছে পূজা মণ্ডপ। আলোকসজ্জায়ও বিশেষ চমক দর্শনার্থীদের জন্য।

দক্ষিণ অম্বিকাপুর শ্মশান রোড দুর্গাপূজা : ৬৯তম দক্ষিণ অম্বিকাপুর শ্মশান রোড দুর্গাপূজা প্রতিমায় স্বর্ণের প্রলেপ দিয়ে তৈরী এবং প্যান্ডেলও স্বর্ণের প্রলেপ থাকবে। আলোকসজ্জা থেকে শুরু করে মণ্ডপ, প্রতিমা সবকিছুতেই বিশেষ আকর্ষণ থাকবে।

দুর্গাপূজায় শিলচর শহরে কোথায় কী জেনে নিন

তারাপুর প্রথম পল্লী ক্লাব ও সর্বজনীন দুর্গাপূজা : দক্ষিণেশ্বর মন্দিরের আদলে মণ্ডপ। আধুনিক ও শাস্ত্রীয় প্রতিমা। রয়েছে আলোকসজ্জাও।

দুর্গাপূজায় শিলচর শহরে কোথায় কী জেনে নিন

কালি মোহন রোড দুর্গাপূজা : পুরির জগন্নাথ মন্দিরের আদলে মণ্ডপ। প্রতিমা বিশাল। আলোকসজ্জা।

দুর্গাপূজায় শিলচর শহরে কোথায় কী জেনে নিন

দক্ষিণ বিলপার দুর্গাপূজা : পিতলের প্রলেপ থাকা প্রতিমা। মাদুর দিয়ে তৈরি মণ্ডপ। আলোকসজ্জায় আইফেল টাওয়ার।

দুর্গাপূজায় শিলচর শহরে কোথায় কী জেনে নিন

বিলপার দুর্গাবাড়ি : গ্রামীণ পরিবেশে কাল্পনিক মণ্ডপ। বিদ্যুতের আলোয় আইফেল টাওয়ার জ্বলছে। শাস্ত্রীয় প্রতিমা।

দুর্গাপূজায় শিলচর শহরে কোথায় কী জেনে নিন

মিতালি সংঘ : বিশাল প্রতিমা। পুকুরে আলোয় দেখা যাবে রামচন্দ্রের প্রতিচ্ছবি। বিশাল তোরণও।

অম্বিকাপুর পূর্বপাড়া ও হাসপাতাল রোড দুর্গাপূজা : মণ্ডপ ও আলোকসজ্জা চোখে পড়বে।  নকসিকতার আদলে পাটের গহনায় দুর্গা প্রতিমা তৈরি করা হয়েছে।

দুর্গাপূজায় শিলচর শহরে কোথায় কী জেনে নিন
ডে-লাইট ক্লাব

ডে-লাইট ক্লাব সর্বজনীন দুর্গাপূজা : নারী নির্যাতনের প্রতিবাদ স্বরূপ মণ্ডপ। নির্যাতনের বিভিন্ন ছবি তুলে ধরা হয়েছে মণ্ডপের ভেতরে। বিশাল তোরণ রয়েছে আলোকসজ্জা

তরুণ ক্লাব সর্বজনীন দুর্গাপূজা : বীরভূমের মাটির শিবমন্দিরের আদলে মণ্ডপ। মাটির প্রতিমাও। রয়েছে বিশাল তোরণ। আলোকসজ্জা।

দুর্গাপূজায় শিলচর শহরে কোথায় কী জেনে নিন
দুর্গাপূজায় শিলচর শহরে কোথায় কী জেনে নিন

Author

Spread the News