উত্তরপূর্বের সব থেকে সফল মুক্ত বিশ্ববিদ্যালয় কেকে হ্যান্ডিক : উপাচার্য রাজেন্দ্র প্রসাদ 

রাধামাধব কলেজে কেকে হ্যান্ডিকের ভর্ত্তি সচেতনতা কর্মসূচি

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ৩১ আগস্ট : শনিবার কেকে হ্যাণ্ডিক রাজ্যিক মুক্ত বিশ্ববিদ্যালয় ও আইকিউএসি রাধামাধব কলেজের যৌথ উদ্যোগে রাধামাধব কলেজ প্রেক্ষাগৃহে ভর্ত্তি সচেতনতা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষ্ণকান্ত সন্দিকৈ রাজ্যিক মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রাজেন্দ্র প্রসাদ দাস। এদিনের অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন কেকে হ্যান্ডিক স্টাডি সেন্টারের ডিন অধ্যাপক প্রণব শইকিয়া। কেকে হ্যান্ডিক রাধামাধব কলেজ স্টাডি সেন্টারের পক্ষ থেকে অতিথিদের স্মারক সম্মাননা, পুষ্পস্তবক ও উত্তরীয় দিয়ে সংবর্ধিত করা হয়। 

এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপাচার্য অধ্যাপক রাজেন্দ্র প্রসাদ দাস বলেন, বরাক উপত্যকায় অসংখ্য কলেজে রয়েছে কেকে হ্যান্ডিক বিশ্ববিদ্যালয়ের শাখা। তবে ছাত্র সংখ্যা কম। এনিয়ে উদ্বিগ্ন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তিনি বলেন, কেকে হ্যান্ডিক বিশ্ববিদ্যালয় থেকে গত কয়েক বছরে অসংখ্য ছাত্রছাত্রী পাশ করেছেন। প্রতিবছর হাজার হাজার ছাত্রছাত্রী বিভিন্ন কোর্সে পড়াশোনার জন্য ভর্তি হচ্ছে। ইতিমধ্যে বেশ কয়েকটি নতুন বিষয় তাদের বার্ষিক ক্যালেন্ডারে জুড়ে দেওয়া হয়েছে। আগামী বছর জানুয়ারি মাসে বাংলা সহ অন্যান্য ভারতীয় প্রাদেশিক ভাষায় স্নাতকোত্তর স্তরের পড়াশোনা শুরু হবে। উপাচার্য আরও বলেন, উত্তর-পূর্বের সব থেকে সফল মুক্ত বিশ্ববিদ্যালয় কেকে হ্যান্ডিক। তিনি উল্লেখ করেন, সমাজের বিভিন্ন স্তরে যারা সাধারণ সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গ্রহণ করতে ব্যর্থ হন, তাদের পাশে দাঁড়ায় কেকে হ্যান্ডিক বিশ্ববিদ্যালয়। যেখানে ভর্তি হয়ে উচ্চশিক্ষা অর্জন করতে পারেন পড়ুয়ারা। এ বছর নিয়মিত পড়ুয়াদের ভর্তির ক্ষেত্রে ডিপ্লোমা ইন সার্টিফিকেট কোর্সে পঞ্চাশ শতাংশ বিশেষ ছাড় দেওয়া হয়েছে। যাতে আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া সম্প্রদায়ের ইচ্ছুকরা সুযোগ পায়।

উত্তরপূর্বের সব থেকে সফল মুক্ত বিশ্ববিদ্যালয় কেকে হ্যান্ডিক : উপাচার্য রাজেন্দ্র প্রসাদ 

এদিকে, বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক প্রণব শইকিয়া জানান, গত কয়েক বছরে বরাক উপত্যকার তিন জেলার কয়েক হাজার ছাত্রছাত্রী তাদের বিশ্ববিদ্যালয় পড়াশোনার জন্য ভর্তি হয়েছে। এই বিশ্ববিদ্যালয় ন্যাকের স্বীকৃতি প্রাপ্ত। ইউজিসির পক্ষে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ভর্তি প্রক্রিয়া চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। তিনি ৫০ শতাংশ বিশেষ ছাড়াইয়ের সুযোগ নিতে পড়ুয়াদের প্রতি আবেদন রাখেন। তিনি জানান, সবাইকে পড়াশোনা সুযোগ দেওয়া হয় এই বিশ্ববিদ্যালয়ে। যারা চাকরি করার পাশাপাশি পড়াশোনা চালিয়ে নিতে চায়, তাদের জন্য সুবিধা রয়েছে। 

উত্তরপূর্বের সব থেকে সফল মুক্ত বিশ্ববিদ্যালয় কেকে হ্যান্ডিক : উপাচার্য রাজেন্দ্র প্রসাদ 

রাধামাধব কলেজের অধ্যক্ষ দেবাশিস রায় জীবন গঠনের জন্য পড়াশোনার উপর গুরুত্ব দিয়ে বক্তব্য রাখেন। এদিনের অনুষ্ঠানে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন কলেজের পরিচালনা সমিতির সভাপতি লক্ষ্মীকান্ত ভট্টাচার্য, কেকে হ্যান্ডিক শিলচর রিজিয়নেল সেন্টারের রিজিয়নেল ডিরেক্টর ড. বিশ্বজিৎ পুরকায়স্থ। স্বাগত বক্তব্য রাখেন রাধামাধব কলেজ আইকিউএসি-র কো-অর্ডিনেটর ডঃ সোনালি চৌধুরী। উপস্থিত ছিলেন কলেজের ভাইস প্রিন্সিপাল ড. রাহুল চক্রবর্তী, কেকে হ্যান্ডিক স্টাডি সেন্টার মেনেজমেন্ট কমিটির সদস্য ড. কালিপদ দাস, রাধামাধব কলেজ কেকে হ্যান্ডিক স্টাডি সেন্টারের অফিস অ্যাসিস্টেন্ট অরুপ পাল প্রমুখ। গোটা অনুষ্ঠান সঞ্চালনা করেন রাধামাধব কলেজ স্টাডি সেন্টারের কো-অর্ডিনেটর ড. অরুণাভ ভট্টাচার্য।

Author

Spread the News