ভারতে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ! ফিরতে দিচ্ছে না বিজিবিও, কোচবিহারে সীমান্তে আটকে ৪৯ বাংলাদেশি

২৮ মে : বাংলাদেশিদের ভারতে জোর করে অনুপ্রবেশের (Infiltration) জন্য বাংলাদেশ বর্ডার গার্ডের চেষ্টা রুখে দিয়েছে বিএসএফ। কোচবিহার জেলার চার সীমান্ত এলাকায় এই ঘটনায় তৈরি হয় তীব্র উত্তেজনা। ভারতে ঢুকতে না পেরে সীমান্তে জিরো পয়েন্টে আটকে রয়েছে ৪৯ জন বাংলাদেশি । এদের বাংলাদেশে ফেরাতেও অস্বীকার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ।

বুধবার মাথাভাঙ্গার শীতলকুচি ব্লকের খলিসামারি গ্রাম পঞ্চায়েতের সাঙারবাড়ি সীমান্ত দিয়ে ১৬ জন, শালবাড়ি সীমান্ত দিয়ে ৮ জন এবং মাথাভাঙ্গা ১ ব্লকের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের বুড়াবুড়ি সীমান্তে প্র ১২ জন ও সিতাইয়ের অন্দরান সিঙ্গিমারী সীমান্ত এলাকা দিয়ে ১৩ জন অনুপ্রবেশকারী বিজিবির মদতে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করে। সীমান্তের জিরো পয়েন্টে তাদের আটকে দেয় বিএসএফ।

এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার সকাল থেকেই উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিএসএফের ১৫৭ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার সহ বিএসএফের (BSF) উচ্চপদস্থ কর্তারা এবং শীতলকুচি (Sitalkuchi) থানার পুলিশ। স্থানীয়রা জানান, বিজিবির মদতে যারা সীমান্তের জিরো পয়েন্ট দিয়ে ভারতীয় ভূখণ্ডে ঢোকার চেষ্টা করছিলেন তাদের আটকে দিয়ে বিএসএফকে খবর দেওয়া হয়েছে।

সবকটি সীমান্ত এলাকা দিয়েই কিছু নাগরিককে ভারতে ঢোকানোর চেষ্টা করা হয়। তবে শেষ খবর পাওয়া অবধি এখনও সীমান্তের জিরো পয়েন্টেই আটকে রয়েছেন এই ৪৯ জন বাংলাদেশের নাগরিক। বিএসএফ সূত্রে জানা গেছে, ফ্ল্যাগ মিটিং করে আলোচনার মাধ্যমে সমস্যা মেটানোর চেষ্টা চলছে।

Author

Spread the News