প্রার্থীর জয় নিশ্চিত করতে মাঠে ঝাঁপিয়ে পড়ার আহ্বান কিষাণ মোর্চার

মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ৯ মার্চ : দুর্লভছড়া মণ্ডল কিষান মোর্চার কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হল। শনিবার মণ্ডল কার্যালয়ে কিষান মোর্চার মণ্ডল সভাপতি মতিলাল দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সভা। সভায় বিজেপি সরকার কৃষকদের উন্নয়নে যে সব প্রকল্প আছে তা নিয়ে বিশদ আলোচনা করা হয় এবং সরকারের দেওয়া সুবিধা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য কিষান মোর্চার পদাধিকারীদের আবেদন জানান বক্তারা।

এছাড়া আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থীকে জয়ী করার জন্য কালবিলম্ব না করে মাঠে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানানো হয়। সভায় বক্তব্য রাখেন করিমগঞ্জ জেলা কৃষক মোর্চার সভাপতি অমিতাভ দে, জেলা কৃষক মোর্চার উপ সভাপতি শান্তনু শেখর দাস, জেলা কৃষক মোর্চার উপ সভাপতি রাধেশাম কৈরী, দুর্লভছড়া মণ্ডলের বিজেপি সাধারণ সম্পাদক প্রণব মুখার্জি, দুর্লভছড়া মণ্ডল বিজেপি সাধারণ সম্পাদক চন্দন ভৌড়, দুর্লভছড়া মণ্ডল মোর্চার উপ সভাপতি সুশিলা রবিদাস, রামশঙ্কর রবিদাস, মণি নমশূদ্র প্রমুখ। অনুষ্ঠানে শুরুতে প্রদীপ প্রজ্বলন করে কার্যনির্বাহী সভার শুভারম্ভ করেন অতিথিবৃন্দ।

Author

Spread the News