খেলো ইন্ডিয়া গেমস-২০২৩ অষ্টলক্ষী উদ্বোধনী অনুষ্ঠান মাতাবেন পাপন

ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ১৭ ফেব্ৰুয়ারি : ২০১৮ সাল থেকে খেলো ইন্ডিয়ার মাধ্যমে গ্রীষ্মকালীন, শীতকালীন গেমস সহ স্কুল গেমস ও প্যারা গেমস আয়োজিত হয়ে আসছে। এরমধ্যে প্ৰথমবারের মতো অসমে অনুষ্ঠিত হতে চলেছে ‘চতুৰ্থ খেলো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয় গেমস-২০২৩ অষ্টলক্ষী। আগামী ১৯ ফেব্ৰুয়ারি সরুসজাই ক্রীড়া প্রকল্পের ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে বর্ণময় এক উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। পরম্পরা এবং গ্ল্যামারের মিশ্রণে সুন্দর একটি অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য তৈরি হচ্ছে অসম। এতে সংগীত পরিবেশন করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী অঙ্গরাগ পাপন মহন্ত। স্বাভাবিকভাবেই পাপনের অনুষ্ঠান এদিন বিশেষ আকর্ষণ হতে যাচ্ছে। ক্রীড়া প্রেমীদের জন্য উদ্বোধনী অনুষ্ঠানে কোন‌ও টিকিট লাগবে না। কৃষ্টি, ঐতিহ্য এবং প্রযুক্তিবিদ্যার মিশেল ঘটিয়ে অনুষ্ঠেয় সেই উদ্বোধন পর্বে দেশের ঐক্য, বৈচিত্র্য এবং ক্রীড়া মনোভাবের মূল্যবোধকে ফুটিয়ে তোলা হবে। স্টেডিয়ামের মাঝখানে তৈরি মঞ্চে বিষয়ভিত্তিক প্রদর্শনী‌র ব্যবস্থাও থাকছে। আসামের কৃষ্টি, সংস্কৃতি এবং জনজীবনের মুহূর্তগুলিও এই অনুষ্ঠানে ফুঠিয়ে তোলা হবে।

এদিকে, সরুসজাই স্টেডিয়ামে শনিবার খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসের কবাডি প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। পুরুষ এবং মহিলাদের উভয় ইভেন্টে আটটি করে দল অংশগ্রহণ করছে। এদিন শুধুমাত্র গ্রুপ লিগের ম্যাচগুলি অনুষ্ঠিত হয়েছে। আসামে কাল শুরু হয়ে যাবে বাস্কেটবল, মহিলাদের ফুটবল ও মাল্লাখাম্ব। আগরতলায় যোগাসন ও আইজলে পুরুষদের ফুটবল ইভেন্টের সূচনা হয়ে যাবে।
উল্লেখ্য, এবারের খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসে ২০ ধরনের ডিসিপ্লিন আয়োজিত হবে। মোট ২৬২টি সোনা, ২৬৩টি রুপো এবং ২৯৭টি ব্রোঞ্জ পদকের জন্য ভারতের ২১৩টি বিশ্ববিদ্যালয়ের ৩৯২৭ জন প্রতিযোগী অংশগ্রহণ করছেন। আসাম থেকে মাত্র ছয়জন শাটলার ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করবেন।

২০ বিধ খেলায় মোট ২৬২টি সোনা, ২৬৩টি রূপা এবং ২৯৭টি ব্ৰোঞ্জের পদকের জন্য প্ৰায় চার হাজার ক্ৰীড়াবিদ প্ৰতিদ্বন্দ্বিতা করবেন৷ গুয়াহাটি সহ¸ উত্তর-পূর্বের ৭টি শহরের ১৮টি স্থানে খেলো ইণ্ডিয়া বিশ্ববিদ্যালয় গেমস প্ৰতিযোগিতা অনুষ্ঠিত হবে৷ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে মণিপুর বিশ্ববিদ্যালয় থেকে ১৯ জন খেলোয়াড় অংশ নিচ্ছেন। অন্য রাজ্যগুলির প্রতিযোগী সংখ্যা কম। দেশের মধ্যে পঞ্জাবের অমৃতসরের গুরুনানক দেব বিশ্ববিদ্যালয়ের ২৩৮ জন ছাত্র বিভিন্ন খেলায় অংশ নেবেন। চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ের ১৬৫ এবং পঞ্জাব বিশ্ববিদ্যালয়ের ১৫১ জনের দল আসরে অংশ নিচ্ছে।

Author

Spread the News