নীতীশকে ফোনে পেলেন না খাড়গে

২৭ জানুয়ারি : টালমাটাল পরিস্থিতি ‘ইন্ডিয়া’ জোটের। বর্তমানে বিহারের রাজনৈতিক পরিস্থিতি ঠিক কোন দিকে যায়? তা নিয়ে আলোচনা রাজনৈতিক মহলে। এই পরিস্থিতিতে জোটের জট কাটাতে আলোচনা করার জন্য খাড়গে ফোন করেছিলেন নীতীশকে।কিন্তু কোনভাবেই যোগাযোগ করা যায়নি নীতীশের সঙ্গে। জোট বদলের জল্পনার মধ্যেই শনিবার এই দাবি করলেন কংগ্রেসের মুখপাত্র জয়রাম রমেশ।

এদিন তিনি বলেন, ‘আমি আনুষ্ঠানিকভাবে বলতে পারি যে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে একবার নয়, একাধিক বার কথা বলার চেষ্টা করেছিলেন। তবে, বিহারের মুখ্যমন্ত্রী ব্যস্ত থাকায় তা সম্ভব হয়নি।’

নীতীশকে ফোনে পেলেন না খাড়গে

এরই মধ্যে জাতীয় রাজনীতিতে জল্পনা আবার বিহারের মুখ্যমন্ত্রী হতে চলেছেন নীতীশ কুমার? সোমবার নীতীশের পাশাপাশি বিহারের নতুন উপমুখ্যমন্ত্রী হতে পারেন বিজেপি নেতা সুশীল মোদি। বিহার রাজনীতিতে যিনি, ‘নীতীশ ঘনিষ্ঠ’ হিসাবেই পরিচিত। এরই মধ্যে জল্পনা, বিহারের ‘মহাগঠবন্ধন’ সরকার বাঁচানোর জন্য দিল্লিতে কংগ্রেস নেতা রাহুল গান্ধি ‘সক্রিয়’ হয়েছেন বলে জানা গিয়েছে। কংগ্রেস সূত্রের খবর তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ‘হিন্দুস্তানি আওয়াম মোর্চা’ (হাম)-র নেতা জিতনরাম মাঝিঁর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন শনিবার।

Author

Spread the News