শিলচরের বিশিষ্টজনদের সম্মাননা প্রদান কেশব শোভা কুঠি বিদ্যামন্দিরের

বরাক তরঙ্গ, ২২ জানুয়ারি : শিলচর কাঁঠাল রোডের বুধুরাইলস্থিত কেশব শোভা কুঠি বিদ্যামন্দিরের পক্ষ থেকে শিলচরের বিশিষ্টজনদের সম্মাননা প্রদান করা হয়। রবিবার সন্ধ্যায় মাহমুদ হোসেন বড়ভূইয়া, বিশিষ্ট চিকিৎসক ডাঃ গিরিধারী কর, কাছাড় কলেজের প্রাক্তন অধ্যক্ষ অপূর্বা চক্রবর্তী, বিশিষ্ট সঙ্গীতশিল্পী সুজিতকুমার দাস, কল্পনা দাস, বাস্তুকার সুজিত পাল, নবকুমার পোদ্দার, বিপ্লবকুমার দেব ও শর্মিষ্ঠা দেবকে সম্মান জানানো হয়।

অনুষ্ঠানে বক্তব্যে ডাঃ গিরিধারী কর বলেন, তিনিও শিক্ষকের সন্তান, তাই শিক্ষা ও শিক্ষাপ্রতিষ্ঠানের গুরুত্বটি ভালোভাবেই অনুভব করেন। কেশব শোভা কুটি বিদ্যামন্দিরটির ছাত্রছাত্রীরা যেন সমাজে ও রাষ্ট্রে সু-প্রতিষ্ঠিত ও রাষ্ট্রের কল্যাণের কাজে আসতে পারেন এটাই তাঁর আশা। সঙ্গীতশিল্পী সুজিত দাস বলেন, গরীব সমাজে বসবাসকারী ছাত্রছাত্রীদের শিক্ষার গ্ৰহনের সরকারি বা বেসরকারি স্কুল প্রতিষ্ঠানগুলি বিগত দিনের তুলনায় অনেকটাই গুরুত্ব সহকারে কাজ করে যাচ্ছে। এই কেশব শোভা কুঠি বিদ্যামন্দিরটি এই অঞ্চলের গরিব মেধাবী ছাত্রছাত্রীদের শিক্ষা গ্রহণের সাহায্যে এগিয়ে আসবেন বলে তিনি বিশ্বাসী এবং উপস্থিত সবাই নিজ-নিজ বক্তব্যে স্কুলটির উন্নতি কামনা করেন।

শিলচরের বিশিষ্টজনদের সম্মাননা প্রদান কেশব শোভা কুঠি বিদ্যামন্দিরের

শেষে স্কুলটির প্রতিষ্ঠাতা অনিকেন্দ্র দাস চৌধুরী বলেন, তাঁর স্বপ্ন এই অঞ্চলের ছাত্রছাত্রীরা যেন উচ্চ শিক্ষা গ্রহণের ক্ষেত্রে কোন ধরনের বাধা না আসে সেই জন্য এই স্কুলটি বানিয়েছেন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন জয়দীপ ভট্টাচার্য ও উত্তম ঘোষ। শুরুতে নৃত্য, সঙ্গীত, আবৃত্তি পাঠ করে পড়ুয়ারা।
প্রতিবেদক : দীপ দেব, শিলচর।

Author

Spread the News