পদত্যাগের ঘোষণা কেজরিওয়ালের

১৫ সেপ্টেম্বর : আবগারি দুর্নীতি মামলায় জামিন পেয়ে জেলমুক্তি ঘটেছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। জেল থেকে ছাড়া পাওয়ার পর রবিবার প্রথম জনসভা ছিল আপ সুপ্রিমোর। সেখান থেকেই নিজের পদত্যাগের ঘোষণা করে দিলেন তিনি। বড়সড় সিদ্ধান্ত নিয়ে কেজরিওয়াল জানালেন, ‘দুদিন পরেই আমি মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেব। আইন আদালতের রায়ে আমি ছাড়া পেয়েছি। এবার মানুষের রায় দেওয়ার সময়। মানুষ আমার পক্ষে রায় দিলে আমি আবার ফিরে আসব।’

জেলমুক্তির পর কেজরিওয়ালের এই বড়সড় সিদ্ধান্ত নাটকীয় মোড় নিয়েছে দিল্লি রাজনীতিতে। কেজরিওয়াল এদিন আমজনতার কোর্টে বল ঠেলে দিয়ে প্রশ্ন করেছেন, ‘আপনারাই নির্বাচন করবেন কেজরিওয়াল দোষী নাকি নির্দোষ। যদি আমি নির্দোষ হয়ে থাকি তাহলে আমাকেই ফের নির্বাচিত করুন।’ জানা গিয়েছে, আগামী দুদিনের মধ্যেই আপ বিধায়কদের নিয়ে একটি বৈঠক হবে। সেখানেই ঠিক হয়ে যাবে আগামী কয়েক মাসের জন্য কে হচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী।

সামনের বছর অর্থাৎ ২০২৫ সালে ফেব্রুয়ারি মাসে নির্বাচন রয়েছে দিল্লিতে। এদিনের সভা থেকে কেজরিওয়াল দাবি করেছেন, ফেব্রুয়ারি থেকে এগিয়ে এনে চলতি বছরের নভেম্বরে নির্বাচন করা হোক। উল্লেখ্য, নভেম্বরে মহারাষ্ট্রেও নির্বাচন রয়েছে। উল্লেখ্য, চলতি বছরের মার্চ মাসে আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেছিল ইডি এবং সিবিআই।
খবর : আজকাল ডট ইন।

পদত্যাগের ঘোষণা কেজরিওয়ালের
পদত্যাগের ঘোষণা কেজরিওয়ালের

Author

Spread the News