ভারি বৃষ্টি : ভেঙে পড়ল বহুতল আবাসন, মৃত্যু দশজনের
১৫ সেপ্টেম্বর : ভারি বৃষ্টিতে আবারও বিপত্তি। হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল আবাসন। ধ্বংসস্তূপে চাপা পড়ে প্রাণ হারালেন কমপক্ষে দশজন। আহত একাধিক। জীবিত অবস্থায় উদ্ধার শুধুমাত্র পাঁচজন।
ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মীরাটে। শনিবার রাতে তুমুল বৃষ্টি চলাকালীন জাকির কলোনির একটি চারতলা আবাসন হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। সেই সময় আবাসনটিতে অনেকেই ছিলেন। তাতেই চাপা পড়েন সকলে। রবিবার সকালে জেলাশাসক জানিয়েছেন, ধ্বংসস্তূপ থেকে দশজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। যাদের মধ্যে তিনজন শিশু। একজন এক বছরের শিশুও ধসে চাপা পড়ে মারা গেছে। পাঁচজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, আবাসনটি ৩৫ বছরের পুরনো। তাতেও ভগ্নদশা হয়েছিল। আগে থেকে কেন কোনও পদক্ষেপ করা হয়নি, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে অনুমান, ভারি বৃষ্টির কারণেই আবাসনটি ভেঙে পড়েছে। আগে থেকে সতর্ক ছিলেন না বাসিন্দারা। তাতেই ঘটে বিপত্তি। রাতে ভেঙে পড়ার পর স্থানীয়রা পুলিশে খবর দেন। ঘটনাস্থলে দ্রুত পৌঁছয় জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী।
খবর : আজকাল ডট ইন।