সোনাইয়ে জিতল কাজিডহর

বরাক তরঙ্গ, ২৮ জুলাই : সোনাইয়ে বাসারত আলি ও নিজাম উদ্দিন মজুমদার মেমোরিয়েল প্রাইজমানি ওপেন ফুটবল টুর্নামেন্টে টাইব্রেকারে দ্বিতীয় রাউন্ডে পৌঁছল ইয়ং ব্রাদার্স কাজিডহর। রবিবার সোনাই এনজি স্কুলের মাঠে তারা হারায় সন অব সোনাইকে। নির্ধারিত সময়ে খোলা গোল শূন্য থাকে। উভয় দল হাড্ডাহাড্ডি লড়াই করলেও কেউই তিনকাঠির ভেতরে বল প্রবেশ করতে পারেনি। অবশেষে টাইব্রেকারে ৪-২ গোলে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় সন অব সোনাই।

এ দিন খেলা পরিচালনা করেন সাদিক আহমেদ, সেলিম উদ্দিন, হীরামণি লস্কর ও আবু আব্বাস লস্কর। আগামীকাল হাতিখাল ইলেভেন স্টার মুখোমুখি হবে চান্দপুর এফসির।

সোনাইয়ে জিতল কাজিডহর

Author

Spread the News