বরাক তরঙ্গ, ৪ ডিসেম্বর : কৌশিক রায় ফ্যন্স ক্লাব আয়োজিত সেভেন-এ সাইড নকআউট নাইট ক্রিকেট টুর্নামেন্ট শুরু হচ্ছে আগামী ১৪ ডিসেম্বর থেকে। ক্লাবের অষ্টম বর্ষ উদযাপন উপলক্ষে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। খেলা অনুষ্ঠিত হবে কাঁঠাল জিপির কাঁঠাল বাগানের ৬ এপি ব্যাটেলিয়নের সংলগ্ন মাঠে। খেলায় ৩২টি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। এতে প্রথম পুরস্কার হিসেবে রয়েছে টিভিএস রাইডার বাইক সঙ্গে ট্রফি, দ্বিতীয় পুরস্কার হিসেবে রয়েছে নগদ ৩০ হাজার টাকা সঙ্গে ট্রফি, ম্যান অব দ্যা টুর্নামেন্ট হিসেবে রয়েছে ট্রফি সহ নগদ ২০০০ টাকা ক্যাশমানি, ফাইনাল ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ হিসেবে রয়েছে ট্রফি সহ নগদ ১০০০ টাকা ক্যাশমানি, প্রতিটি ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ হিসেবে রয়েছে ট্রফি।

বৃহস্পতিবার কৌশিক রায় ফ্যন্স ক্লাবের এক সভায় এব্যাপারে চুরান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ইচ্ছুক প্রতিযোগীরা আগামী ১০ ডিসেম্বরের মধ্যে নিজ দলের নাম নথিভুক্ত করতে ফ্যন্স ক্লাবের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। সংস্থার সভাপতি সঞ্জিত দেব জানান এবছর মহাধুমধামের মাধ্যমে কৌশিক রায় ফ্যন্স ক্লাবের অষ্টম বর্ষ উদযাপনে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে একটি হল সেভেন-এ সাইড নকআউট নাইট ক্রিকেট টুর্নামেন্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে।


