অখিলের কুশপুতুল পুড়ালো কৌশিক রায় ফ্যান্স ক্লাব

এস চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ২৬ নভেম্বর : বিধায়ক অখিল গগৈর কুশপুতুল দাহ করল কৌশিক রায় ফ্যান্স ক্লাব। লক্ষীপুরের বিধায়ক কৌশিক রায়কে মুখ্যমন্ত্রীর কালেক্টর ও দালাল বলে অখিলের মন্তব্যের জেরে প্রতিবাদে গর্জে উঠে কৌশিক রায় ফ্যান্স ক্লাব। মঙ্গলবার সকালে তাপাং মণ্ডলে ফ্যান্স ক্লাবের পক্ষে বিধায়ক অখিল গগৈর কুশপুতুল দাহ করে প্রতিবাদ প্রদর্শন করেন।

ক্লাবের সভাপতি সঞ্জীৎ দেব ও সম্পাদক রঞ্জু দাস তাঁর ওই মন্তব্যের তীব্র নিন্দা ও ধিক্কার জানান। তাঁরা বলেন, কোন সত্য তথ্য ছাড়া বরাকে এসে মুখ্যমন্ত্রী ও লক্ষীপুরের বিধায়ক কৌশিক রায়ের বিরুদ্ধে অপমানজনক মন্তব্যে গোটা অনুরাগী মহলে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এনিয়ে বিধায়ক অখিলের বিরুদ্ধে শীঘ্রই এজাহার করা হবে থানায়।

অখিলের কুশপুতুল পুড়ালো কৌশিক রায় ফ্যান্স ক্লাব

Author

Spread the News