মাঠে গৌতম, বাড়তে পারে কাটলিছড়া বিজেপির অক্সিজেন লেভেল

এবি লস্কর, লালা।
বরাক তরঙ্গ, ২২ এপ্রিল : অবশেষে মাঠে নামলেন প্রাক্তন মন্ত্রী গৌতম রায়। কৃপার পক্ষে ভোট চেয়ে স্থানে স্থানে জনতার সঙ্গে মিলিত হন। সোমবার রাতে উপস্থিত হন কাটলিছড়ায়। তাঁর উপস্থিতিতে দলীয় কর্মীরা রীতিমতো অক্সিজেন পেলেন। পুরোনা কংগ্রেসি অর্থাৎ যাঁরা গৌতম রায়ের বিজেপি গমনে কংগ্রেসের খোলস ছেড়ে গেরুয়া বসন পরিধান করেছিলেন তাঁরা এতদিন মুখিয়ে ছিলেন গৌতম রায়ের অনুপস্থিতিতে। গুরু মাঠে না থাকায় শিষ্যরাও হাত পা ছেড়ে ঝিমুনি অবস্থায় ছিলেন কি করবেন কি না। আজ গৌতম রায়ের উপস্থিতিতে এরা রীতিমতো অক্সিজেন পেয়ে উজ্জীবিত হয়েছেন। মাঠে নেমেছেন তাঁরাও। প্রাক্তনীদের সঙ্গে মিলিত হয়ে গৌতম রায় বিজেপির পক্ষে ভোট চাইলেন।

মাঠে গৌতম, বাড়তে পারে কাটলিছড়া বিজেপির অক্সিজেন লেভেল

বললেন, মানুষ বিজেপিকে ভোট দেবে। উন্নয়নের জন্য বিজেপির সঙ্গে রয়েছেন সংখ্যালঘুরা। সংখ্যালঘুরা চতুর, তাঁরা জানে বোতা দা দিয়ে কাজ হবে না কাজ করতে হলে ধারালো দা দরকার। হিমন্ত বিশ্ব শর্মা মাঠে নেমেছেন করিমগঞ্জে বিজেপি জিতবে। তিনি বলেন, বিজেপি করিমগঞ্জে জিতলে হাইলাকান্দিতে মেডিক্যাল কলেজ হবে। ফলে মানুষ সে ভূল আর করবেন না। কৃপানাথ মালা জয়ী হবেন জোর গলায় দাবি করেন। ভক্তরা গৌতম রায়কে কাছে পেয়ে বেশ উজ্জীবিত, তাঁরা গৌতম রায়ের নামে জিন্দাবাদ ধ্বনি দিয়ে মুখরিত করে তুলেন।

Author

Spread the News