কাটিগড়াশ পুলিশ ও বিএসএফের অভিযান, উদ্ধার ইয়াবা, আটক১

অনিতা পাল, কাটিগড়।
বরাক তরঙ্গ, ৪ আগস্ট : কাটিগড়ার থানার ওসি জোসেফ ভি কেইভমের নেতৃত্বে পুলিশের একদল ও বিএসএফ শিলচর হেড কোয়াটার এবং ১৭০ বিএন বিএসএফ হরিনগর বিওপি-র জওয়ানদের যৌথ অভিযানে কাটিগড়া তৃতীয় খণ্ড থেকে দুই কেজির অধিক, কুড়ি হাজার ট্যাবলেট ও পাচারের কাজে ব্যবহৃত একটি বাইক বাজেয়াপ্ত করা হয়। এরই সঙ্গে অভিযুক্ত মুস্তাক আহমদ বড়ভূইয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়।

কাটিগড়াশ পুলিশ ও বিএসএফের অভিযান, উদ্ধার ইয়াবা, আটক১

জানা গেছে, বিএসএফের গোপন সূত্রের খবরের ভিত্তিতে রবিবার দুপুরে কাটিগড়া তৃতীয় খণ্ড এলাকার মুস্তাক আহমদ বড়ভূইয়ার বাড়িতে দলবল নিয়ে অভিযান চালান ওসি জোসেফ। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে মুস্তাক সহ আরও দুই ব্যক্তি। বেশ কসরত করে মুস্তাক আহমদ বড়ভূইয়াকে আটক করতে পারলেও অন্য দুইব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হয়।

কাটিগড়াশ পুলিশ ও বিএসএফের অভিযান, উদ্ধার ইয়াবা, আটক১

মুস্তাক আহমদের কথামত, AS 11Z 8907 নম্বরের বাইক নিয়ে এই ট্যাবলেট গুলো লায়লাপুর ভাগা বাজার থেকে নিয়ে এসেছিল জনৈক রেবুল হুসেন লস্কর ও আরেক ব্যক্তি। রেবুল সম্পর্কে ধৃত মুস্তাকের শ্যালক। উদ্ধার হওয়া ট্যাবলেটের আন্তর্জাতিক বাজার মূল্য আনুমানিক এক কোটি টাকা হবে বলে জানা গেছে।

Author

Spread the News