দিলদারের গোলে জয়ী দিদারখুশ
বরাক তরঙ্গ, ৪ আগস্ট : সোনাইয়ে বাসারত আলি ও নিজাম উদ্দিন মজুমদার মেমোরিয়েল প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টে রবিবার জয়ী হল দিদারখুশ। তারা ১-০ গোলে হারায় বালিঘাট এফসিকে। দিদারখুশের হয়ে জয়সূচক গোল করেন দিলদার হুসেন। তিনি ৩৬ মিনিটে গোল করে দ্বিতীয় রাউন্ডের ছাড়পত্র এনে দেন।
এ দিন খেলা পরিচালনা করেন শহিদ চৌধুরী, নসরুল আলম লস্কর, বদরুজ্জামান, ও হোসেন আহমেদ বড়ভূইয়া। আগামীকাল খেলবে মধুরবন্দ এফসি বনাম এসকেপি ধনিপুর।