কালবৈশাখী ঝড়ে কাটিগড়ায় ব্যাপক ক্ষতি

বরাক তরঙ্গ, ২৬ এপ্রিল : কালবৈশাখী ঝড়ে কাটিগড়ার কিছু এলাকা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। লণ্ডভণ্ড করে দিয়েছে এলাকার বসতঘর। একাংশ স্কুলের ও লোকের ঘরের চাল উড়ে গেছে। শুক্রবার বিকেলের ঝড়ের তাণ্ডবে তছনছ হয়ে যায় বহু ঘরবাড়ি। কাটিগড়া এলাকার করইকান্দি এমই স্কুলের চাল উড়িয়ে নিয়ে যায়। একই গ্রামের বাসিন্দা সুয়াইবুর রহমান লস্করের বসত গৃহের সম্পূর্ন চাল উড়ে গেছে। সরকারের দৃষ্টি আকর্ষণ করে সহযোগিতা কামনা করেছেন গৃহকর্তা সুয়াইবুর।

এ দিকে, স্কুলগৃহের মেরামতির ব্যবস্থা ইতিমধ্যে করা না হলে ছাত্রছাত্রীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটবে। শীঘ্রই মেরামতি করার আবেদন জানিয়েছেন এলাকার জনগণ।

কালবৈশাখী ঝড়ে কাটিগড়ায় ব্যাপক ক্ষতি
Spread the News
error: Content is protected !!