দেশের স্বাধীনতা আন্দোলনে কংগ্রেসের ভূমিকা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে : কার্তিকসেনা সিনহা

মোহাম্মদ জনি, পাথারকান্দি। 
বরাক তরঙ্গ, ২৯ ডিসেম্বর : পাথারকান্দিতে কংগ্রেসের ১৪১তম প্রতিষ্ঠা দিবস উদ্‌যাপন কারা হয়। রবিবার যথাযোগ্য মর্যাদা, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পাথারকান্দি ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। এই উপলক্ষে সকালবেলা পাথারকান্দি দক্ষিণ রেলওয়ে গেট সংলগ্ন দলীয় কার্যালয়ে এক অনাড়ম্বর কিন্তু তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে দলীয় পতাকা উত্তোলন করেন প্রাক্তন বিধায়ক কার্তিক সেনা সিনহা। পতাকা উত্তোলনের পূর্বে তাঁর নেতৃত্বে দলীয় নেতৃবৃন্দ, কর্মী ও সমর্থকরা কংগ্রেসের আদর্শ ও ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত মহান ব্যক্তিত্বদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন এবং তাঁদের আত্মত্যাগ স্মরণ করেন।

এদিন উপস্থিত কর্মীদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে কার্তিক সেনা সিনহা বলেন, “১৮৮৫ সালে দেশের স্বাধীনতার বহু আগে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল। দেশের স্বাধীনতা আন্দোলনে কংগ্রেসের ভূমিকা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।”

তিনি আরও বলেন, স্বাধীনতা অর্জনের পাশাপাশি দেশ গঠনে, গণতন্ত্র প্রতিষ্ঠায়, ধর্মনিরপেক্ষতা রক্ষা এবং সংবিধান সুরক্ষার ক্ষেত্রে কংগ্রেস সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে এসেছে। তিনি বলেন, “আজও যারা বলছেন কংগ্রেস শেষ হয়ে যাচ্ছে, তাঁদের উদ্দেশ্যে স্পষ্ট করে বলতে চাই— কংগ্রেসের মেরুদণ্ড এখনও সোজা রয়েছে। এই দল কখনও আদর্শের প্রশ্নে আপস করেনি, ভবিষ্যতেও করবে না।” কংগ্রেস সর্বদা ঐক্য, সহাবস্থান ও গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী বলেও তিনি মন্তব্য করেন। কার্তিক সেনা সিনহা দেশবাসীকে কংগ্রেসের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশের গণতন্ত্র ও সংবিধান রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে পাথারকান্দি ব্লক কংগ্রেসের একাধিক নেতা, কর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, অনুষ্ঠান শেষে দলীয় পতাকা উত্তোলনের একটি ছবি সংযুক্ত করে ইমেলের মাধ্যমে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *