দাবদাহে গরমে কর্তব্য পালনে করিমগঞ্জ ট্রাফিক পুলিশের

মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ২৫ মে : তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা। দেশের বিভিন্ন স্থানের সঙ্গে দাবদাহে জ্বলছে গোটা অসম রাজ্য। এ থেকে বাদ যায়নি ভাতর বাংলা সীমান্ত জেলা করিমগঞ্জ। এই গরমে বিবারমহীন ভাবে নিজ কর্তব্য পালন করে যাচ্ছে করিমগঞ্জ ট্রাফিক পুলিশ। গরমের উত্তাপে ঝলসে যাওয়ার মতো অবস্থায় নাজেহাল হতে দেখা গেছে জনগণকে কিন্তু তার পরও ট্রাফিক পুলিশের দায়িত্বে নেই কোনও গাফিলতি। করিমগঞ্জে আজ তাপমাত্রা ছিল ৩৮/৩৯ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু ট্রাফিক পুলিশের কর্মরত কর্মী এই প্রখর রোদেও পিছপা না হয়ে নিজেদের কর্তব্য থেকে।

প্রখর রোদ এবং ৩৮ /৩৯ ডিগ্রি উষ্ণতার মধ্যে শহরের প্রতিটি ট্রাফিক পয়েন্টে ট্রাফিক পুলিশ ডিউটি করছে নিয়মিত। কিন্তু শহরের ব্যস্ততম প্রধান প্রধান সড়কগুলো প্রায় ফাঁকা ছিল মানুষ এই প্রখর রোদ এবং উষ্ণতা থেকে কিছুটা রেহাই পেতে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে রাস্তার পাশের কোল্ড ড্রিঙ্ক সহ বিভিন্ন জুসের দোকানে ঠাণ্ডা পানীয় পান করতে দেখা গেছে। এমনকি করিমগঞ্জ শহরের বিসর্জন ঘাটে কুশিয়ারা নদীর পারেও গাছের নিচে বসে এই ৩৮ ডিগ্রি তাপমাত্রার উষ্ণতা থেকে বাঁচার চেষ্টা করছেন মানুষ। কেউ কেউ খালি গায়ে কাপড় দিয়ে বাতাস করছেন। এমনকি গরুও গরম থেকে বাঁচতে ছায়ার আশ্রয় নিয়েছে।

দাবদাহে গরমে কর্তব্য পালনে করিমগঞ্জ ট্রাফিক পুলিশের

তাছাড়া রাস্তার পাশের একটি নলে মুখ লাগিয়ে একটি গরু পান করছে জল। এক কথায় গরমে দিশেহারা জনজীবন। তার পরও কাজে গাফিলতি নেই করিমগঞ্জ ট্রাফিক পুলিশের। এতে অনেকেই এমন কর্তব্য পরায়ন ট্রাফিক পুলিশের প্রশংসা করতে দেখা গেছে।

Author

Spread the News