করিমগঞ্জের মাধ্যমিকের ছাত্রের আবিষ্কার বিনা চালকে ই-রিকশা চলাচল

করিমগঞ্জের মাধ্যমিকের ছাত্রের আবিষ্কার বিনা চালকে ই-রিকশা চলাচল

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ৫ এপ্রিল : গোটা বিশ্বে তড়িৎ গতিতে চলছে, বিজ্ঞান করছে নতুন নতুন আবিষ্কার। বিশ্বের বিভিন্ন প্রান্তে আজব আজব আবিষ্কার দেখে কখনো আমরা আশ্চর্য তো হই, স্তম্ভিত হই। আর এই আবিষ্কার এ নিত্যনতুন রূপ দিতে পিছিয়ে নেই বরাকও।

করিমগঞ্জ শহরের রোল্যান্ড স্কুলের ছাত্র অঙ্কুরিত কর্মকার। সবে মাধ্যমিক দিয়েছে। পরীক্ষার ফল এখনও বের না হলেও আবিষ্কারের ঝুলি পূর্ণ। ইতিমধ্যে বেশ কয়েকটি আবিষ্কার করে চমক দিয়েছে গোটা উপত্যকাবাসীকে। সাম্প্রতিক আবিষ্কার করেছে চালকহীন গাড়ি। ভিডিও গেমসে যেভাবে মোবাইলের জয়স্টিক কন্ট্রোল করে রেসিং কার কে নিজের হাতে চালানো যায়। ঠিক সেভাবে মোবাইল থেকে ইন্টারনেটের মাধ্যমে আস্ত একটি যানকে কিলোমিটারের পর কিলোমিটার চালিয়ে নেওয়া যাবে। মাধ্যমিকের পড়াশোনার ফাঁকে ফাঁকে দীর্ঘ এক বছর থেকে প্রথমে দ্বিচক্র যানে চেষ্টা। তারপর পরবর্তীতে চার চাকার বাহনে চেষ্টা করলে সফল হয়েছে সম্প্রতি। যানটি অনায়াসে ট্রাফিক জ্যাম কে পাশ কাটিয়ে এগিয়ে যাবে। এই আবিষ্কারের নাম দেওয়া হয়েছে হিমন্ত বিশ্ব শর্মা কুইন বরাক। শুক্রবার শিলচর প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে এই কথা জানায় অঙ্কুরিত কর্মকার। সঙ্গে উপস্থিত ছিলেন মা ডলি কর্মকার বাবা অমিত কর্মকার সহ পরিবারের অন্যান্য সদস্যরা।

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নামে কেন করছেন সেই গাড়িটি এ কথার উত্তরে তিনি বলেন, বিগত দিনে তিনি যেসব আবিষ্কার করেছিলেন তার জন্য মুখ্যমন্ত্রী সম্মান জানিয়েছিলেন। আর সেই সম্মানে তিনি আপ্লুত তাই কৃতজ্ঞতা হিসাবে এবারের যে আবিষ্কার করেছেন সেটা হিমন্ত বিশ্ব শর্মার নাম দিয়েছেন।

Author

Spread the News