চার কৃতী ছাত্রছাত্রীকে সংবর্ধনা করিমগঞ্জ প্রেসক্লাবের

বরাক তঙ্গ, ১৭ নভেম্বর : প্রেস ক্লাব করিমগঞ্জ তাদের পরিবারের চার কৃতী ছাত্রছাত্রী মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও স্নাতক পরীক্ষার সাফল্যের সঙ্গে উক্তির্ণ হওয়ার জন্য তাদের সম্মানিত করা হয়। বৃহস্পতিবার জাতীয় প্রেস দিবসের দিন করিমগঞ্জ আবর্ত ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে কৃতী পড়ুয়াদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করে উত্তরীয় দিয়ে বরণ করেন প্রেস ক্লাবের কর্মকর্তারা। এরপর ছাত্রছাত্রীদের কলম, অভিনন্দনপত্র ও কৃতী স্মারক তুলে দেওয়া হয়।

যাদের সম্মানিত করা হয় তারা হলেন স্নাতক পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য দৈনিক যুগশঙ্খ পত্রিকার নিভিয়া প্রতিনিধি রসসিন্ধু ভট্টাচার্যের বড় মেয়ে স্নিগ্ধা ভট্টাচার্য, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দৈনিক নববার্তা প্রসঙ্গ পত্রিকার কটামণি এলাকার প্রতিনিধি খসরুল ইসলামের মেয়ে কিসমত সুলতানা, মাধ্যমিক পরীক্ষায় সাফল্যের সঙ্গে ভালো ফলাফল করতে সক্ষম হয়েছে  প্রান্তজ্যোতি দৈনিক পত্রিকায় বাজারিছড়ার প্রতিনিধি রূপালী সূত্রধরের ছেলে অলিক সূত্রধর এবং  দৈনিক সাময়িক প্রসঙ্গ পত্রিকার আনিপুরের প্রতিনিধি ফকরুল হাসানের ছেলে মাহমুদুল হাসান জাহিন। পুরস্কার গ্রহণ করে জাহিন ইংরেজিতে তার বক্তব্যে বলেন, আমার এই সাফল্যের জন্য মা-বাবার সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাদের অবদান রয়েছে। এছাড়া সে আগামীতে আরও ভালো ফলাফল করতে চেষ্টা চালিয়ে যাবো।আমাকে ভালো ফলাফলের জন্য আজ এই সম্মান দেওয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

চার কৃতী ছাত্রছাত্রীকে সংবর্ধনা করিমগঞ্জ প্রেসক্লাবের

এদিন কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা জানান এবং তাদের হাতে পুরস্কার তুলে দেন প্রেস ক্লাবের সভাপতি মিহির দেব নাথ, অরূপ রতন চক্রবর্তী, মাতাবুর রহমান, দীপন পাল, সুদীপ দাস, জুলি দাস, যীশু শুক্লবৈদ্য প্রমুখরা।

এদিনের অনুষ্ঠানের শুরু থেকে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের প্রাক্তন সভাপতি সতু রায় ও বর্তমান প্রেস ক্লাবের উপদেষ্টা হবিবুর রহমান চৌধুরী, বার্তাজীবীর করিমগঞ্জ জেলা কমিটির সভাপতি অসীম দেব, সম্পাদক সৈয়দ মুজিব আহমেদ, প্রেস ক্লব করিমগঞ্জ সহসভাপতি এস এম জাহির আব্বাস। তাছাড়া সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন গৌরিশ নন্দী,আবিভাস বর্ধন,করুণা দেব, রাতুল দত্ত, মৃত্যুঞ্জয় চক্রবর্তী, সঞ্জয় দাস, স্বপ্নঞ্জিত নাথ, সুজয় শ্যাম,সুজন আহমেদ শরীফ উদ্দিন মুজির উদ্দিন,খয়রুল হাসান চৌধুরী,যীশু নাথ, আজার উদ্দিন খান, তনুশ্রী রায়,জয়দীপ দাস,পিন্টু শুক্লবৈদ্য, এমএ মালিক, ,আব্দুল কালাম, আব্দুল হামিদ লস্কর, রোহণ মালাকার, বিধান শঢ়শশুভ দাস প্রমূখ ।তাছাড়া এদিন প্রাক্তন সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন পিকলু দাস, মনসুর আলম, অজয় সূত্রধর।

প্রতিবোক : মোহাম্মদ জনি, করিমগঞ্জ।

Author

Spread the News