করিমগঞ্জ হকি অ্যাসোসিয়েশনের আন্তঃ বরাক হকিতে চ্যাম্পিয়ন ইটখলা অ্যাথলেটিক ক্লাব
ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ২৬ ডিসেম্বর : চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আন্তঃ বরাক আমন্ত্রণমূলক হকি প্রতিযোগিতায় বুধবার চ্যাম্পিয়নের খেতাব জিতলো ইটখলা অ্যাথলেটিক ক্লাব, শিলচর। প্রতিযোগিতার ফাইনালে বদরপুর রেলমাঠে তারা হারায় বদরপুর দলকে। ২-০ গোলের ব্যবধানে। খেলা শেষে পুরস্কার তুলে দেন বদরপুর প্রেস ক্লাবের সভাপতি যীশু শুক্লবৈদ্য, করিমগঞ্জ হকি অ্যাসোসিয়েশনের সচিব এমাদ উদ্দিন, করিমগঞ্জ হকি অ্যাকাডেমির ডিরেক্টর সেলিম আহমদ।
এদিন ম্যাচ পরিচালনা করেন দীপক শুক্লবৈদ্য ও জিতেন শর্মা।
ম্যাচের শুরুতেই পরিচিত হন অসম হকি সংস্থার কার্যকরী কমিটির সদস্য তাজ উদ্দিন, করিমগঞ্জ জেলা ক্রিকেট দলের সদস্য পীযূষ দাস, করিমগঞ্জ হকি অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ পিন্টু শুক্লবৈদ্য, ব্রাইট ফিউচার ইন্সটিটিউটের কোচ আনোয়ার হুসেন ও করিমগঞ্জ হকি অ্যাসোসিয়েশনের সদস্য রমিজ উদ্দিন ও মবরুল আহমদ। চ্যাম্পিয়নরা পায় মহম্মদ আলি মেমোরিয়াল শিল্ড। রানার্স দলের জন্য ছিল মহম্মদ আলি মেমোরিয়াল ট্রফি।
উল্লেখ্য, প্রথম ম্যাচে করিমগঞ্জ হকি ক্লাবকে ১-০ গোলে হারিয়েছে বদরপুর হকি দল। দ্বিতীয় ম্যাচে লালার পুরো টিম না আসায় ওয়াকওভার পায় শিলচরের ইটখলা অ্যাথলেটিক ক্লাব। প্রাসঙ্গিক বক্তব্য রাখতে গিয়ে সেলিম আহমদ বলেন, বদরপুর রেল মাঠে এই প্রথম কোনও হকি টুর্নামেন্ট অনুষ্ঠিত হল। এর ফলে রেল শহরে আগামীতে খেলাটি জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হবে বলে তিনি মন্তব্য করেন।
যীশু শুক্লবৈদ্য বলেন, ২০২০ সালে বদরপুর প্রেস ক্লাবের হাত ধরে তদানীন্তন করিমগঞ্জ জেলায় হকি খেলার সূচনা হয়েছিল। ওই বছরই করিমগঞ্জ হকি অ্যাসোসিয়েশনের জন্ম হয়। সংস্থাটি কঠিন সময়ের মধ্য দিয়ে গেলেও প্র্যাকটিস ও খেলা আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখায় সচিব এমাদ উদ্দিন সহ কর্মকর্তাদের অভিনন্দন জানান তিনি।